দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | পর্যায় সারণী - বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর [MCQ] : [প্রতিটি প্রশ্নের মান 1]
1. কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক___
[A] K [B] H [C] Li [D] Na
[A] K
2. কোন্ হ্যালােজেনটির তড়িৎ-ঋণাত্মকতা সবচেয়ে কম ?___
[A] F [B] Cl2 [C] Br [D] I
[D] I
3. পর্যায় সারণিতে শেষ প্রাকৃতিক মৌল কোনটি___
[A] বেরিয়াম [B] থােরিয়াম [C] বেদ্রিরাম [D] ইউরেনিয়াম
[D] ইউরেনিয়াম
4. একাধিক যােজ্যতা দেখা যায় কোন্ ধাতুর ?___
[A] ক্ষার ধাতু [B] ক্ষারীয় মৃত্তিকা ধাতু [C] হ্যালােজেন [D] None
[B] ক্ষারীয় মৃত্তিকা ধাতু
5. রাসায়নিক ধর্ম নির্ভর করে মৌলের___
[A] পারমাণবিক ভর [B] পারমাণবিক সংখ্যা। [C] ভরসংখ্যা। [D] নিউটন।
[A] পারমাণবিক ভর
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | পর্যায় সারণী - শূন্যস্থান প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-1]
1. সন্ধিগত মৌলের যােজ্যতা থাকে।
উত্তর : একাধিক
2. মুদ্রা ধাতুগুলি পর্যায় সারণিতে শ্রেণিতে অবস্থিত।
উত্তর : 1B
3. মেন্ডেলিফের পর্যায় সারণির একা সিলিকন নামক মৌলটি হল -
উত্তর : জার্মেনিয়াম।
4. সর্বশেষ পর্যায় সারণিতে _ টি স্বীকৃত মৌল আছে।
উত্তর : 118টি।
5. কোনাে পর্যায়ের – মৌলের বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি।
উত্তর : ক্ষার ধাতু।
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | পর্যায় সারণী - সত্য-মিথ্যা প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান 1]
1. এয়ী সূত্রের উদ্ভাবন করেন বিজ্ঞানী ডালটন।
উত্তর : মিথ্যা।
2. আধুনিক পর্যায়-সূত্রের ভিত্তি হল মৌলের পরমাণু-ক্রমাঙ্ক।
উত্তর : সত্য।
3. বেরিলিয়াম মৌলটির আকার সবচেয়ে ক্ষুদ্রতম।
উত্তর : সত্য।
4. বিরল মৃত্তিকা ধাতুর প্রথম মৌলটি হল সিরিয়াম।
উত্তর : মিথ্যা।
5. সন্ধিগত মৌলে পরিবর্তনশীল যােজ্যতা দেখা যায়।
উত্তর : সত্য।
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | পর্যায় সারণী - ‘অ’ স্তম্ভের সঙ্গে ‘আ’ স্তম্ভ মেলাও : [ প্রতিটি প্রশ্নের মান-1]
'অ' স্তম্ভ ‘আ' স্তম্ভ
1. চকচকে কঠিন ধাতু (a) ব্রোমিন
2. সবচেয়ে হালকা ধাতু (b) পারদ
3. তরল অধাতু (c) আয়ােডিন
4. তরল ধাতু (d) লিথিয়াম
উত্তর : 1⇒(c) 2⇒(d) 3⇒(a) 4⇒(b)
'অ' স্তম্ভ ‘আ' স্তম্ভ
1. তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল (a) ব্রোমিন
2. দুষ্ট মৌল (b) বেরিলিয়াম
3. হ্যালজেন মৌল (c) রেডন
4. হালকা ক্ষারীয় মৃত্তিকা (d) হাইড্রোজেন
উত্তর : 1⇒(c) 2 ⇒(d) 3⇒(a) 4⇒(b)
দীর্ঘ প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান 3]
1. মেন্ডেলিফের পর্যায় সূত্রের সংশােধিত রূপটি লেখাে। এই সারণিতে শ্রেণি ও পর্যায়ের সংখ্যা কত?
উত্তর : বিভিন্ন মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্ম মৌলগুলির পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী পুনরাবৃত্ত হয়। পর্যায় সংখ্যা = 7 ও শ্রেণি সংখ্যা = 9টি।
2. A, B, C মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, ৪ ও 10 Cহল নিষ্ক্রিয় মৌল। (i) কোনটি অপরা তড়িৎধর্মিতা সবচেয়ে বেশি ? (ii) কার পরমাণুর আকার সবচেয়ে কম? (ii) B মৌলটি মেন্ডেলিফের পর্যায় সারণির অবস্থান লেখাে।
উত্তর : A →6 → K(2), L(4)
B → ৪ → (K2), L(6)
C → 10 → (K2), L(8)
(i) পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে অপরা তড়িৎধর্মিতা বাড়ে। সুতরাং B- এর অপরা তড়িৎধর্মিতা বেশি।
(ii) পর্যায় বরাবর বাম থেকে ডানদিকে গেলে পরমাণুর আকার কমে। .:. B-এর পরমাণুর আকাঁর সবচেয়ে কম।
(iii) B এর অবস্থান : পর্যায় সংখ্যা = 2; শ্রেণি সংখ্যা = 6।
3. মৌলের পর্যাবৃত্ত ধর্ম কী? পর্যাবৃত্ত নয় এমন একটি ধর্মের উদাহরণ দাও।
উত্তর : পর্যাবৃত্ত ধর্ম : মৌল সমূহের বিভিন্ন ভৌত ও রাসায়নিক ধর্মের পর্যায়ক্রমিক পুনরাবৃত্তিকে ধর্মের পর্যায় বৃত্ততা বা পর্যাবৃত্ত ধর্ম বলা হয়। পর্যাবৃত্ত নয় এমন ধর্ম হল তেজস্ক্রিয়তা।
4. আদর্শ বা প্রতিনিধি মৌল এবং হ্যালােজেন মৌল বলতে কী বােঝায় উদাহরণ সহ লেখাে।
উত্তর : আদর্শ মৌল : যে সমস্ত মৌলের পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষ ছাড়া অন্য সব কক্ষেই সম্ভাব্য সর্বোচ্চ সংখ্যায় ইলেকট্রন থাকে তাদের আদর্শ মৌল বলা হয়। 1, 2 এবং 13-17নং শ্রেণির মৌলগুলি এই ধরনের মৌল।
হ্যালােজেন মৌল : আধুনিক দীর্ঘ পর্যায় সারণির 17নং শ্রেণির ফুডরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়ােডিন ও অ্যাস্টাটিন মৌল পাঁচটিকে হ্যালােজেন মৌল বলে। হ্যালােজেন কথার অর্থ লবণ উৎপাদক। এই মৌলগুলি লবণ উৎপাদন করতে পারে তাই এদের হ্যালােজেন মৌল বলে।
5. তড়িৎ ঋনাত্মকতা বলতে কী বােঝাে? পর্যায় ও শ্রেণি বরাবর এটি কীভাবে পরিবর্তিত হয় ?
উত্তর : তড়িৎ ঋণাত্মকতা : অন্য কোনাে মৌলের পরমাণুর সঙ্গে সমযােজী বন্ধনে আবদ্ধ অবস্থায়, বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে কোনাে মৌলের পরমাণুর নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা বা প্রবণতাকে মৌলটির তড়িৎ ঋণাত্মকতা বলে।
পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। শ্রেণি বরাবর ওপর থেকে নীচে গেলে তড়িড়ৎ ঋণাত্মকতা হ্রাস পায়।
6. পর্যায় সারণির আয়নন বিভবের মান পর্যায় বরাবর কীভাবে পরিবর্তিত হয় ? ব্যাখ্যা দাও।
উত্তর : পর্যায় সারণির বাঁদিক থেকে ডানদিকে অগ্রসর হলে পরমাণুর কেন্দ্রের নিউক্লিয়াসে একটি প্রােটন বা পজিটিভ চার্জ বৃদ্ধি পায়। কিন্তু ইলেকট্রনগুলি একই কক্ষে যুক্ত হওয়ায় সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলির প্রতি কেন্দ্রের আকর্ষণ বলও বৃদ্ধি পায়। ফলে পরমাণুর আকার (ব্যাসার্ধ) উল্লেখযােগ্যভাবে হ্রাস পায়। এর ফলে বাইরের | ইলেকট্রনগুলি আরও বেশি শক্তিতে কেন্দ্রের দিকে আকর্ষিত হয় ও বাইরের ইলেকট্রনগুলি অপসারণ করতে অনেক বেশি শক্তির প্রয়ােজন হয়। ফলে আয়নন শক্তির (বিভবের) মানও বৃদ্ধি পায়।
7. হাইড্রোজেনকে ‘দুষ্ট মৌল’ বলা হয় কেন?
উত্তর : ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে মৌলগুলিকে পর্যায় সারণিতে সাজাতে গিয়ে মেন্ডেলিফ লক্ষ করেন যে, 1A শ্রেণির ক্ষার ধাতুগুলির সঙ্গে হাইড্রোজেনের ধর্মের যেমন বেশ কিছু সাদৃশ্য আছে, তেমনই VIIB শ্রেণির হ্যালােজেন মৌলগুলির ধর্মের সঙ্গেও এর কিছু সাদৃশ্য আছে। তাই হাইড্রোজেনকে 1A ও VIIB উভয় শ্রেণিতেই স্থান দেওয়া যায়। পর্যায়-সারণিতে হাইড্রোজেনের সঠিক অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে মেন্ডেলিফ বেশ কিছু অসুবিধার সম্মুখীন হন বলে হাইড্রোজেনকে তিনি ‘দুষ্টু মৌল’ নামে অভিহিত করেন।
No comments:
Post a Comment