দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | আলো - বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর [MCQ] : [প্রতিটি প্রশ্নের মান-1]
1. সমতল দর্পণে কোন রশ্মি লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণ-
[A] 0° [B] 30° [C] 90° [D] 45°
[A] 0°
2. প্রতিসরাঙ্ক রং কোন্ বর্ণের -
[A] সবুজ [B] লাল [C] হলুদ [D] বেগুনী
[B] লাল
3. ক্যামেরায় গঠিত প্রতিবিম্ব-
[A] সদ ও অবশীর্ষ [B] অসদ ও অশীর্ষ [C] Both [D] none
[A] সদ ও অবশীর্ষ
4. লাল বর্ণের বেগ ও বেগুনি বর্ণের বেগ হলে—
[A] Cr < Cv [B] Cr = Cv [C] Cr >Cv [D] None
[C] Cr >Cv
5. বিচ্ছুরণ ঘটে কোন আলাের--
[A] লাল [B] কাঁলাে [C] হলুদ [D] সাদা
[D] সাদা
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | আলো - শূন্যস্থান প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-1]
1. চোখের —— অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়।
উত্তর : রেটিনা।
2. প্রতিসরণের ক্ষেত্রে চুতি কোণের মান সর্বোচ্চ হয় যখন, আপতন কোণের মান হয় —— ।
উত্তর : 90°
3. প্রিজমে —— বর্ণের আলাের চ্যুতি সর্বাধিক হয়।
উত্তর : বেগুনি।
4. দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি দূর করার জন্য —— লেন্স ব্যবহার হয়।
উত্তর : উত্তল লেন্স।
5. অল্প দৃষ্টিজনিত ত্রুটি দূর করার জন্য —— লেন্স ব্যবহার হয়।
উত্তর : অবতল লেন্স।
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | আলো - সত্য-মিথ্যা প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-1]
1. প্রতিসারঙ্ক একক ও মাত্রাহীন রাশি।
উত্তর : সত্য।
2. বস্তুর অসমান আকারের সবিম্ব অবতল দর্পণ সৃষ্টি করে।
উত্তর : মিথ্যা।
3. আলােক তরঙ্গে হল তড়িৎচুম্বকীয় তীর্যক তরঙ্গ।
উত্তর : সত্য।
4. লেখচিত্রের প্রকৃতি হবে বর্গাকার পরাবৃত্ত।
উত্তর : মিথ্যা।
5. প্রিজমের প্রতিসারক তল হয় দুইটি।
উত্তর : সত্য।
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | আলো - ‘অ’ স্তম্ভের সঙ্গে ‘আ’ স্তম্ভ মেলাও : [ প্রতিটি প্রশ্নের মান-1]
'অ' স্তম্ভ ‘আ' স্তম্ভ
1. মরিচীকা (a) অধিবৃত্তীয় দর্পণ
2. অসদবস্তু (b) একটি
3. লেন্সে আলােক কেন্দ্রের সংখ্যা (c) অভিসারি রশ্মিগুচ্ছ
4. সার্চলাইট (d) আলাের আভ্যন্তরীন প্রতিফলন
উত্তর : 1⇒(d) 2⇒(c) 3⇒(b) 4⇒(a)
'অ' স্তম্ভ ‘আ' স্তম্ভ
1. অস্ত রবির রক্ত রাগ (a) আলাের বিচ্ছুরণ।
2. সরল অণুবীক্ষণ যন্ত্র (b) দন্ত চিকিৎসক
3. রামধনু (c) আলাের বিক্ষেপণ
4. অবতল দর্পণ (d) উত্তল লেন্স
উত্তর : 1⇒(c) 2 ⇒(d) 3⇒(a) 4⇒(b)
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | আলো - অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান 1]
1. শূন্যস্থানে আলাের বেগ কত?
উত্তর : শূন্যস্থানে আলাের বেগ 3 × 108 m/s
2. দিনেরবেলায় আকাশ নীল দেখায় আলাের কোন ধর্মের জন্য?
উত্তর : দিনেরবেলায় আকাশ নীল দেখায় আলোর বিক্ষেপণের জন্য।
3. অবতল দর্পণ কখন একটি বস্তুর অসদবিন্দু গঠন করে ?
উত্তর : কোনাে বস্তু অবতল দর্পণের মেরু ও ফোকাসের মধ্যে থাকলে বস্তুর অসদবিম্ব গঠন করে।
4. অবতল দর্পণ কখন একটি বস্তুর সদবিম্ব গঠন করে ?
উত্তর : কোনাে বস্তু অবতল দর্পণের ফোকাস থেকে দূরে থাকলে বা বস্তু দূরত্ব ফোকাস দূরত্ব অপেক্ষা বেশি হলে সদবিম্ব গঠিত হয়।
5. উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তালের সামনে না পিছনে অবস্থিত ?
উত্তর : উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের পিছনে অবস্থিত।
6. অবতল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তালের সামনে না পিছনে অবস্থিত ?
উত্তর : অবতল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তালের সামনে অবস্থিত।
7. গাড়ির চালক রিয়ারভিউ ফাইন্ডার রূপে কোন দর্পণের সাহায্য নেয় ?
উত্তর : উত্তল দর্পণ
৪. মােটর গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় ?
উত্তর : মােটর গাড়ির হেডলাইট অবতল দর্পণ ব্যবহার করা হয়।
9. বিবর্ধক কাচ হিসাবে কোন্ ধরনের লেন্স ব্যবহার করা হয় ?
উত্তর : বিবর্ধক কাচ হিসাবে উত্তল লেন্স ব্যবহার করা হয়।
10. দন্ত চিকিৎসকের দর্পণ কী প্রকৃতির ?
উত্তর : দন্ত চিকিৎসকের দর্পণের প্রকৃতি হল অবতল।
11. কোনাে আলােকরশ্মির প্রতিসরণে আপতন কোণ 60° ও প্রতিসরণ কোণ 45° হলে চ্যুতিকোণ কত?
উত্তর : চ্যুতিকোণ = (60° - 45°) = 15°
12. আয়তাকার কাচের স্লাবে কোন আলােকরশ্মি আপতিত হলে আপতিত রশ্মি ও নির্গম রশ্মির মধ্যে চুতিকোণ কত?
উত্তর : এক্ষেত্রে চ্যুতিকোণ 0°।
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | আলো - সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-2]
1. মােটর গাড়ির ভিউফাইন্ডারে উত্তল দর্পণ লাগানাে হয় কেন ?
উত্তর : মােটর গাড়ি বা অন্যান্য যানবাহনের চালক পিছনের যানবাহনকে দেখতে উত্তল দর্পণ ব্যবহার করেন যাকে Rear view finder বলা হয়। উত্তল দর্পণে কোনাে বস্তুর অস, সমশীর্ষ ও খর্বাকৃতি প্রতিবিম্ব গঠিত হয়। ফলে চালক পিছনের বহু সংখ্যক গাড়ির ছােটো ও সোজা প্রতিবিম্ব দেখতে পায় ও গাড়ি চালাতে সুবিধা হয়।
2. প্রতিসরাঙ্ক বলতে কী বােঝায়?
উত্তর : আলােকরশ্মি প্রতিসরণের সময় আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়, যাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরাঙ্ক বলে।
প্রতিসরাঙ্ক, μ =
sin i
sin r
3. উত্তল লেন্সের ফোকাস ও ফোকাস দূরত্ব কাকে বলে?
উত্তর : ফোকাস : সমান্তরাল রশ্মিগুচ্ছ উত্তললেন্সে প্রতিসরণের পর প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে মিলিত হয় তাকে লেন্সটির ফোকাস বা মুখ্য ফোকাস বলে।
ফোকাস দূরত্ব : আলােক কেন্দ্র ও ফোকাসের দূরত্বকে ফোকাস দূরত্ব বলা হয়।
4, লেন্সের ক্ষমতা কাকে বলে ? একক কী?
উত্তর : লেন্সের ক্ষমতা : কোনাে উত্তল বা অবতল লেন্স তার ওপর আপতিত সমান্তরাল আলােকরশ্মিগুচ্ছকে কত পরিমাণে অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করে তাকেই লেন্সের ক্ষমতা বলে।
ক্ষমতা Ρ = -
1
f
লেন্সের ক্ষমতা এর একক হল ডায়ােপটার (dioptore)।
5. হ্রস্বদৃষ্টি ও দীর্ঘদৃষ্টি প্রতিকার কীভাবে করবে?
উত্তর : হ্রস্বদৃষ্টি প্রতিকারে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স ও দীর্ঘদৃষ্টি প্রতিকারে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স ব্যবহার করা হয়।
6. শূন্যস্থানে আলাের বিচ্ছুরণ হয় না কেন?
উত্তর : শূন্যস্থানে আলাের সাতটি বর্ণই সমান বেগে চলে তাই শূন্যস্থানে সাদা আলাের বিচ্ছুরণ হয় না।
7. আলাের বিচ্ছুরণ কাকে বলে?
উত্তর : সাদা বা অন্য কোনাে যৌগিক আলাে প্রিজমের মতাে কোনাে স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের মধ্যে দিয়ে যাওয়ার সময় সাতটি বর্ণে ভেঙে যায়। এই ঘটনাকে আলােকের বিচ্ছুরণ বলা হয়।।
৪. শুদধ ও অশুদগ্ধ বর্ণালি কাকে বলে ?
উত্তর :: শুদধ বর্ণালি : যে বর্ণালিতে উপস্থিত বর্ণগুলিকে পৃথকভাবে দেখা যায় তাকে শুদ্ধ বর্ণালি বলে।
যেমন--গ্রেটিং বর্ণালি।
:অশুদ্ধ বর্ণালি : যে বর্ণালিতে উপস্থিত বর্ণগুলিকে পৃথকভাবে দেখা যায় না তাকে অশুদ্ধ বর্ণালি বলে। যেমন—রামধনু।
9. x-রশ্মির একটি ধর্ম ও একটি ব্যবহার লেখাে।
উত্তর : ধর্ম : X-রশ্মি হল এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যা বিস্তারের জন্য মাধ্যম লাগে না। ব্যবহার : চিকিৎসা ক্ষেত্রে ও রােগ নির্ণয়ে এবং উচ্চতর গবেষণার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | আলো - দীর্ঘ প্রশ্নোত্তর : [ প্রতিটি প্রশ্নের মান-3]
1. আলাের বিক্ষেপণ কাকে বলে? আলাের তীব্রতা ও তরঙ্গদৈর্ঘ্যর সম্পর্ক কী?
উত্তর : আলাের তরঙ্গদৈর্ঘ্যর তুলনায় ছােটো ধুলিকণা বা গ্যাসের অণুর ওপর আলােকরশ্মি আপতিত হলে ওই কণী আলােকতরঙ্গ থেকে শক্তি শােষণ করে ওই শক্তিকে একই তরঙ্গদৈর্ঘ্যের আকারে চারিদিকে ছড়িয়ে দেয়। এই ঘটনাকে আলাের বিক্ষেপণ বলে।
আলাের তীব্রতা (I) তরঙ্গদৈর্ঘ্যের λ (চতুর্থ ঘাতের ব্যাস্তানুপাতী )
∴ I∝
1
λ4
2. উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু 2f দূরত্বে থাকলে কেমন প্রতিবিম্ব গঠিত হবে ?
উত্তর : LL, হল উত্তল লেন্স। যার 0 হল আলােককেন্দ্র F ফোকাস। PQ বস্তু প্রধান অক্ষের ওপর 2f দূরত্বে অবস্থিত।
বস্তুটির প্রতিবিম্ব ও লেন্স থেকে 2f দূরত্বে তৈরি হবে। এক্ষেত্রে প্রতিম্বি হবে স, অবশীর্ষ, আকারে বস্তুর সমান।
3. রৈখিক বিবর্তন কাকে বলে? উত্তল লেন্সের বস্তু কোথায় রাখলে রৈখিক বিবর্তন 1 হবে ?
উত্তর : কোনাে লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা এবং বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতার অনুপাতকে প্রতিবিম্বের রৈখিক বিবর্তন (m) বলা হয়।
লেন্স থেকে 2f দূরত্বে বস্তুকে রাখতে হবে।
4. প্রিজম বর্ণসৃষ্টি করে না, কেবল বর্ণ বিশ্লেষণ ঘটায়--ব্যাখ্যা করো।
উত্তর : সাদা আলাে বা অন্য কোনাে যৌগিক আলাে সাতটি বর্ণের সমষ্টি শূন্যস্থান, বায়ু বা কাঁচের মধ্যে সাতটি বর্ণ সমান বেগে চলায় আলাের বিচ্ছুরণ ঘটে না। কিন্তু প্রিজমের মধ্যে সাতটি বর্ণের বেগ ভিন্ন হওয়ায় সাদা বা অন্য কোনাে যৌগিক আলাে প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসরণের সময় ভেঙে যায়। তাই বলা যায় প্রিজম বর্ণসৃষ্টি করে না, কেবলমাত্র বর্ণ বিশ্লেষণ ঘটায়।
5. প্রিজমের মধ্য দিয়ে আলাের প্রতিসরণের ক্ষেত্রে প্রমাণ কর যে, δ = i1 +i2 -A
উত্তর : বই দেখে পড়ো/ call me +91 8509624099
No comments:
Post a Comment