দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | চল তড়িৎ - বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর [MCQ] : [প্রতিটি প্রশ্নের মান-1]
1. EMF-এর SI একক হল--
[A] ভােল্ট [B] কুলম্ব [c] জুল [D] অ্যাম্পিয়ার
[A] ভােল্ট
2. 3Ω ও 6Ω দুটি রােধ সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে তুল্য রােধ-
[A] 3Ω [B] 4Ω [c]2Ω [D] 1Ω
[c] 2Ω
3. তড়িৎ প্রবাহের তাপীয় ফলের ব্যাবহারিক প্রয়ােগ-
[A] TV [B] Radio [C] কুকার। [D] ফিউজ
[D] ফিউজ
4. 100W বা প্রতি মিনিটে শক্তি খরচ করে-
[A] 6000Ј [B] 3600Ј [C] 6000Ј [D] 360Ј
[C] 6000Ј
5. শক্তির সংরক্ষণ সূত্র হিসাবে বিবেচিত হয়—
[A] লেঞ্জের সূত্র। [B] ফ্লেমিং-এর সূত্র [c] ওহমের সূত্র [D] None
[c] ওহমের সূত্র
6. নিউট্রাল তারের বর্ণ—
[A] হালকা নীল [B] লাল [c] সবুজ [D] কালাে।
[A] হালকা নীল
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | চল তড়িৎ - শূন্যস্থান প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-1]
1. দুটি আধানের মধ্যে দূরত্ব বাড়ালে তাদের মধ্যে ক্রিয়াশীল ___________ বাড়ে।
উত্তর : বল
2. কোন পরিবাহী দিয়ে প্রবাহিত আধানের পরিমাণ ___________ × তড়িৎ প্রবাহের সময় ।
উত্তর : প্রবাহমাত্রা।
3. টামব্লার হল এক ধরণের ___________ ।
উত্তর : সুইচ
4. একটি তড়িত্বাহী সলিনয়েড ___________ ন্যায় আচরণ করে।
উত্তর : দন্ত চুম্বকের
5. বৈদ্যুতিক হিটারে ব্যবহার করা হয় ___________ তারের কুণ্ডলী।
উত্তর : নাইক্রোম।
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | চল তড়িৎ - সত্য-মিথ্যা প্রশ্নোত্তর : (প্রতিটি প্রশ্নের মান-1]
1. ধনাত্মক আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের গমন করে।
উত্তর : সত্য।
2. তড়িত বিভবের S... এক হল ভােল্ট।
উত্তর : সত্য।
3. পরমাণু ঋণত্মক তড়িৎগ্রস্ত কণিকাটির নাম প্রােটন।
উত্তর : মিথ্যা।
4. 1 কুলম্ব = 4 × 109e.s.u
উত্তর : মিথ্যা।
5. থ্রি-পিন প্ল্যাগে বড় পিনটি যুক্ত থাকে লাইভ তারের সাথে।
উত্তর : মিথ্যা।
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | চল তড়িৎ - ‘অ’ স্তম্ভের সঙ্গে ‘আ’ স্তম্ভ মেলাও : [প্রতিটি প্রশ্নের মান-1]
'অ' স্তম্ভ ‘আ' স্তম্ভ
1. নষ্ট ভােট (a) রােধক
2. কাচ (b) ওহমিয়পরিবাহী
3.Ω m (c) অন্তরক
4. ওহম সূত্র (d) কোশের অভ্যন্তরীন রােধ
উত্তর : 1⇒(d) 2⇒(c) 3⇒(a) 4⇒(b)
'অ' স্তম্ভ ‘আ' স্তম্ভ
1. রােধের অনন্যক (a) পরিবাহিতাঙ্ক
2. সাইমেন্স (b) ওহম
3. অর্ধপরিবাহী (c) পরিবাহিতা
4. রােধের একক (d) অ-ওহমিয় পরিবাহী
উত্তর :1⇒(C) 2⇒(a) 3⇒(d) 4⇒(b)
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | চল তড়িৎ - সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-2]
1. কোশের তড়িৎচ্চালক বল ও বিভব প্রভেদের পার্থক্য কী?
উত্তর : তড়িৎচলিক বল ও বিভব প্রভেদের পার্থক্য—
তড়িচ্চালক বল বিভব প্রভেদ
(i) মুক্ত বর্তনীতে তড়িৎদ্বার দুটির মধ্যে যে বিভব পার্থক্য থাকে তাঁকে তড়িচ্চালক বল বলে। (i) বদ্ধ বর্তনীতে তড়িৎ দ্বারা দুটির মধ্যে যে বিভব পার্থক্য থাকে, তাঁকে বিভব প্রভেদ বলে।
(ii) এটি বিভব প্রভেদের কারণ। (ii) এটি তড়িৎচলিক বলের ফল।
2. কোনাে পরিবাহীর রােধ কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভর করে ?
উত্তর : (i) দৈর্ঘ্যের ওপর নির্ভরতা : প্রস্থচ্ছেদ, উয়তা, উপাদান অপরিবর্তিত থাকলে রােধ (R) তার দৈর্ঘ্যের (I) সমানুপাতী। ∴ R ∝ I
(ii) প্রথচ্ছেদের ওপর নির্ভরতা : দৈর্ঘ্য, উয়তা, উপাদান অপরিবর্তিত থাকলে রােধ (R) তার প্রস্থচ্ছেদের (A) ব্যাস্তানুপাতী। R ∝
1
A
(iii) উপাদানের ওপর নির্ভরতা : পরিবাহীর উয়তা, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ অপরিবর্তিত থাকলে বিভিন্ন উপাদানের পরিবাহীর রােধ বিভিন্ন হয়।
3. নষ্ট ভােল্ট কী?
উত্তর : বহির্বর্তনীতে তড়িৎ চলনরত অবস্থায় কোনাে তড়িৎ কোশের তড়িৎচ্চালক বল এবং প্রান্তীয় বিভব প্রভেদের বিয়ােগফল, কৌশটির নিজের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ চালনা করার জন্য প্রয়ােজনীয় অভ্যন্তরীণ বিভব প্রভেদের সমান হয়। এই অভ্যন্তরীণ বিভব প্রভেদকেই নষ্ট ভােল্ট বলা হয়।
4. ফিউজ তারের দুটি বৈশিষ্ট্য লেখাে।
উত্তর : (i) 75% সিসা ও 25% টিন সমন্বিত সংকর ধাতু দিয়ে ফিউজ তার তৈরি।
(ii) ইহা নিম্ন গলনাঙ্ক, উচ্চ রােধাঙ্ক যুক্ত হয়।
5. BOT বা কিলােওয়াট ঘণ্টা কি ?
উত্তর : 1 কিলােওয়াট ক্ষমতা বিশিষ্ট তড়িত্যন্ত্রের 1 ঘণ্টায় কৃতকার্য বা ব্যয়িত তড়িৎশক্তির পরিমাণকে 1 BOT একক বা 1 কিলােওয়াট ঘন্টা বলা হয়।
1 BOT =
ওয়াট × ঘণ্টা
1000
6. একটি বাতির গায়ে 200V - 100W লেখা আছে। অর্থ কি?
উত্তর : বাতিটিকে 220V বিভব পার্থক্যযুক্ত সরবরাহ লাইনে যুক্ত করলে সেটি সর্বোচ্চ উজ্জ্বলভাবে জ্বলবে ও বাতিটি প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎশক্তি ব্যয় করবে।
7. ফ্লেমিং-এর বামহস্ত নিয়মটি লেখাে।
উত্তর : বামহস্তের বৃদ্ধাঙ্গুলি, তর্জনী এবং মধ্যমাকে পরস্পরের সমকোণে রাখলে যদি তর্জনী চৌম্বক ক্ষেত্রের মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে তবে বৃদ্ধাঙুলী তড়িৎ পরিবাহী তারের ওপর ক্রিয়াশীল বলের দিক নির্দেশ করবে। এটিকে মােটর নিয়মও বলে।।
৪. অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখাে।
উত্তর : চুম্বক শলাকার উত্তর মেরুর দিকে মুখ রেখে তড়িৎবাহী তারের ওপর দিয়ে একজন লােক হাত ছড়িয়ে সাঁতার কাটলে লােকটির বামহাত যেদিকে প্রসারিত হবে শলাকার উত্তর মেরু সেই দিকে বিক্ষিপ্ত হবে।
9. ডানহাতের মুষ্টি নিয়মটি লেখাে।
উত্তর : একটি পরিবাহী তারকে ডান হাতের মুঠোর সাহায্যে যদি এমনভাবে জড়িয়ে ধরা। হয় যে, বুড়াে আঙুল তড়িৎ প্রবাহের অভিমুখ নির্দেশ করে, তাহলে অন্য আঙুলগুলির অগ্রভাগ চৌম্বক বলরেখার অভিমুখ নির্দেশ করবে।
10. DC অপেক্ষা AC ব্যবহারের সুবিধা কী কী?
উত্তর : (i) AC উৎপাদন খরচ অনেক কম।
(i) Transformar ব্যবহার করে AC বিভবের মান বাড়ানাে বা কমানাে যায়।
(ii) উচ্চ কম্পাঙ্ক যুক্ত ACবহু দূরে সম্প্রচার করা যায়।
10. গৃহস্থালির বর্তনীতে আর্থিং করা হয় কেন ?
উত্তর : বাড়ির বিদ্যুৎ লাইনে যাতে শর্ট সার্কিট না হয় বা যদি হয় তাহলে অতিরিক্ত ইলেকট্রন আর্থিং-এর সাহায্যে মাটিতে চলে যায় ও বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলি নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পায়।
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | চল তড়িৎ - দীর্ঘ প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-3]
1. ওহমের সূত্র লেখাে। এই সূত্র থেকে রােধের সংজ্ঞা প্রতিষ্ঠা কারাে।
উত্তর : তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনাে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলে প্রবাহমাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের। সমানুপাতী হয়।
ওহমের সূত্র থেকে রােধের সংজ্ঞা :
ধরি, AB একটি পরিবাহী, এর মধ্য দিয়ে I প্রবাহমাত্রা যাচ্ছে। A ও B বিন্দুর বিভব পার্থক্য = VA-VB
ওহমের সূত্র অনুযায়ী, VA-VB ∝ I
বা, VA-VB = RI (R = ধ্রুবক n রােধ)
বা, V = RI
∴ R =
V
I
সংজ্ঞা : কোনাে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ও প্রবাহমাত্রার অনুপাতকে রােধ বলা হয়।
2. (220V - 6OW) ও ( 110V - 60W ) বাতি দুটির রােধের অনুপাত নির্ণয় করাে।
উত্তর : প্রথমটির ক্ষেত্রে R1 =
V2
P
=
(220)2
60
=
220 × 220
60
Ω
দ্বিতীয়টির ক্ষেত্রে, R2 =
V2
P
=
(220)2
60
Ω
∴ নির্ণেয় অনুপাত R1 : R2
=
(200)2
60
:
(200)2
60
= 220×220×110×110
= 4:1
3. 102 রােধের একটি তারের মধ্য দিয়ে 2min ধরে 5A প্রবাহমাত্রা গেল। উৎপন্ন তাপের মান cal এককে নির্ণয় করাে।
উত্তর : R = 10Ω
I= 5A
t = 2 min
= 120 sec
উৎপন্ন তাপ (H) =
I2Rt
J
=
25×10×120
4.2
= 7143 cal
4. একটি ( 220V - 25W )ও (220V - 100W) বৈদ্যুতিক বাতিকে শ্রেণি সমবায়ে যুক্ত করে 220V বিভব যুক্ত লাইনে ব্যবহার করলে কোটি বেশি উজ্জ্বল হবে?
উত্তর : 25W বাতির রােধ R25 =
V2
P
=
(220)2
25
= 1936 Ω
1002 বাতির রােধ R100 =
V2
P
=
(220)2
100
= 484Ω
∴ R25 > R100 সুতরাং 25W বাতিটির রােধ বেশি হওয়ায়, বেশি তাপ উৎপন্ন করবে ও অধিক উজ্জ্বল ভাবে জ্বলবে।
5. ওহমীয় ও অহমীয় পরিবাহীর পার্থক্য লেখাে।
উত্তর : ওহমীয় পরিবাহী ও অহমীয় পরিবাহীর পার্থক্য -
ওহমীয় পরিবাহী অহমীয় পরিবাহী
(i) এই পরিবাহী ওহমের সূত্র মেনে চলে। যেমন তামা, রূপা ইত্যাদি। (i) ওহমের সূত্র মেনে চলে না। যেমন— অর্ধপরিবাহী, ট্রানজিস্টার ইত্যাদি।
(ii) I-Vলেখ সরলরেখা হয়। (ii) I-Vলেখ সরলরৈখিক হয় না।
6, সমান্তরাল সমবায় ও শ্রেণি সমবায়ের পার্থক্য লেখাে।
উত্তর : সমান্তরাল সমবায় ও শ্রেণি সমবায়ের পার্থক্য -
শ্রেণি সমবায় সমান্তরাল সমবায়
(i) এই সময়ে একটি রােধের শেষ প্রান্ত অন্যটির প্রথম প্রান্তের সঙ্গে যুক্ত থাকে। (i) সকল রােধের শুরু একটি বিন্দুতে ও শেষ অন্য একটি বিন্দুতে হয়।
(ii) একটি খারাপ হলে বর্তনী বন্ধ হয়ে যাবে। (ii) একটি রােধ খারাপ হলেও বর্তনীতে কোনাে প্রভাব পড়ে না।
7. তড়িৎপ্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখাে।
উত্তর : 1841 খ্রিস্টাব্দে ইংরেজ পদার্থবিদ জেমস্ প্রেসকট জুল তড়িৎপ্রবাহের তাপীয় ফল সংক্রান্ত তিনটি সূত্র প্রকাশ করে। সূত্রগুলি হল-
(i) কোনাে পরিবাহীর রােধ R ও তড়িৎপ্রবাহের সময় t স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ H, প্রবাহমাত্রার I বর্গের সমানুপাতিক। অর্থাৎ H ∝ I2 [যখন R এবং t ধ্রুবক]।
(ii) কোনাে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহমাত্রা I ও তড়িৎপ্রবাহের সময় t স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ H, পরিবাহীর রােধের R সমানুপাতিক। অর্থাৎ H ∝ R [যখন I এবং t ধ্রুবক]।
(iii) কোনাে পরিবাহীর রােধ R ও প্রবাহমাত্রা I স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ H, তড়িৎপ্রবাহের সময়ের t সমানুপাতিক। অর্থাৎ H ∞ t [যখন R এবং I ধ্রুবক]।
৪. বৈদ্যুতিক বাল্ব বায়ুশূন্য বা বায়ুপূর্ণ না করে নিষ্ক্রিয় গ্যাস বা নাইট্রোজেন পূর্ণ করা হয় কেন?
উত্তর : কোনাে বৈদ্যুতিক বা বায়ুশূন্য করলে ফিলামেন্টটি উচ্চ তাপমাত্রায় বাষ্পীভূত হয়, তাই কিছুদিন পরে ফিলামেন্টটি ক্ষয়প্রাপ্ত হয়ে ফেটে যায় এবং বাস্পীভূত হয়ে বাবের ভিতরের দেওয়ালে একটি আস্তরণ তৈরি করে। এর ফলে কাচের স্বচ্ছতা কমে যায় এবং বাবের উজ্জ্বলতা হ্রাস পায়। আবার বাটি বায়ুপূর্ণ করা হলে উচ্চ তাপমাত্রায় বায়ুর O2 (অক্সিজেন) দ্বারা ফিলামেন্টটি জারিত হয়ে ধাতব অক্সাইড উৎপন্ন কর এবং বাবের কর্মক্ষমতা হ্রাস পায়। এইসব কারণে নিষ্ক্রিয় গ্যাস বা নাইট্রোজেন গ্যাস পূর্ণ করা হয়। ফলে ফিলামেন্টের জারিত হবার সম্ভাবনা থাকে না এবং বাষ্পীভবন খুব কম হবার জন্য বা বেশি দিন চলে।
No comments:
Post a Comment