Thursday, 9 July 2020

রাসায়নিক বন্ধন - অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, SAQ, Short, Descriptive Question and Answer) |

দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | রাসায়নিক বন্ধন - বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর [MCQ] : [প্রতিটি প্রশ্নের মান-1]


1. কোনটিতে সমযােজী বন্ধন বর্তমান ?

         [A] HCl     [B] NaCl [C] LiH     [D] CaO

         [A] HCl
2. কোনটির মধ্যে সমযােজী, আয়নীয় ও অসমযােজী তিনটি বন্ধন আছে ?

         [A] H2O     [B] KCl [C] NH4Cl     (D] CO2

         [C] NH4Cl
3.N2 অণুতে সমযােজী বন্ধনের সংখ্যা-

         [A] 1     [B] 2 [C] 3     [D] 4

         [C] 3
4. প্রদত্ত কোটি আয়নীয় যৌগ?---

         [A] HCl     [B] CH4 [C] NH3     [D] MgCl2

         [D] MgCl
5. জলে অদ্রাব্য সমযােজী যৌগ হল--

         [A] বেঞ্জিন     [B] চিনি [C] ইউরিয়া     [D] CH3OH

         [A] বেঞ্জিন
6, দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এরূপ একটি তড়িৎযােজী যৌগ হল---

         [A] খাদ্যলবণ     [B] জল [C] চিনি     [D] কেরােসিন

         [A] খাদ্যলবণ
7. নীচের কোন মৌলটি তড়িৎযােজী ও সমযােজী দু’প্রকার বন্ধন গঠনে সক্ষম?

         [A] H     [B]C [C] F     [D] Ne

         [C] F
8. কোনটির গলনাঙ্ক সবচেয়ে বেশি ?

         [A] চিনি     [B] ন্যাপথলিন     [C] মােম [D] NaCl

         [D] NaCl

দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | রাসায়নিক বন্ধন - শূন্যস্থান প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-1]


1. বিজ্ঞানী সমযােজী বন্ধনের মডেল উপস্থাপন করেন।

        উত্তর : গিলবার্ট নিউটন লুইস।
2. মৌলের সমযােজ্যতা পরিমাপ করা হয় গঠিত – সংখ্যার দ্বারা।

        উত্তর : ইলেকট্রন-জোড়।
3. কোনাে পরমাণু ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে আয়নে পরিণত হয়ে– লাভ করে ।

        উত্তর : সুস্থিতি।
4. একই প্রকারের এটি বন্ধন আছে এমন সমযােজী পদার্থের উদাহরণ হল -

        উত্তর : মিথেন।
5. আয়নীর যৌগের ক্ষেত্রে — দ্বারা ওজন পরিমাপ করা যায়।

         উত্তর : সকেত ওজন।

সত্য-মিথ্যা প্রশ্নোত্তর : [ প্রতিটি প্রশ্নের মান-1]
1. তড়িৎ পরিবহণে অক্ষম C6H12O6।

        উত্তর : সত্য।
2. কার্বনে একাধিক যােজ্যতা দেখা যায়।

        উত্তর : মিথ্যা।
3. একটি পােলার দ্রাবকের উদাহরণ হল বেনি।

        উত্তর : মিথ্যা।
4. আয়নীয় বন্ধনের ধারনা দেন বিজ্ঞানী কোসেল।

        উত্তর : সত্য।
5. দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এরূপ একটি তড়িৎযােজী যৌগ হল খাদ্যলবণ।

         উত্তর : সত্য।

দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | রাসায়নিক বন্ধন - ‘অ’ স্তম্ভের সঙ্গে ‘আ’ স্তম্ভ মেলাও : [ প্রতিটি প্রশ্নের মান-1]


'অ' স্তম্ভ    ‘আ' স্তম্ভ
1. জলে অদ্রাব্য।    (a) NaCl
2. পােলার দ্রাবক    (b) C6H6
3. তড়িৎ যােজী যৌগ    (c) H2O
4. অধ্রুবীয় দ্রাবক    (d) CHCl2

উত্তর : 1⇒(d)      2⇒(c) 3⇒(a)   4⇒(b)



দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | রাসায়নিক বন্ধন - সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-2]


2. প্রাত্যহিক জীবনে ব্যবহূত হয় এমন একটি সমযােজী ও তড়িৎযােজী যৌগের নাম ও সংকেত লেখাে।

         উত্তর : সমযােজী যৌগজল (H2O)। তড়িৎযােজী যৌগ—NaCl (সােডিয়াম ক্লোরাইড)।
3. Na ও Na+ এর মধ্যে কোনটি বেশি সুথিত ও কেন ?

         উত্তর : Na+ বেশি সুস্থিত। কারণ Na+ নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতাে ইলেকট্রন বিন্যাস লাভ করেছে (2, 8)।

4. কঠিন Nad তড়িৎ পরিবহন করে না কেন?

         উত্তর : কঠিন NaCl-এ আয়নের অস্তিত্ব থাকলেও বিপরীত আধানগ্ৰস্ত আয়নগুলির তীব্র আকর্ষণ বলের কারণে আয়নগুলি গতিহীন থাকে। কিন্তু গলিত অবস্থায় দ্রাবকের প্রভাবে আয়নগুলি উপাদান আয়নে বিভাজিত হয়ে কেলাস থেকে বিচ্ছিন্ন হয় ও সচল হয়, সেই কারণে কঠিন NaCl তড়িৎ পরিবহন করে না।

5. আয়নীয় যৌগের ক্ষেত্রে সংকেত ওজন যথাযথ কেন?

         উত্তর : নির্দিষ্ট সংকেত যুক্ত যে কোনাে পদার্থের ক্ষেত্রে সংকেত ভর কথাটি প্রযােজ্য, কিন্তু যেসব পদার্থের অণুর পৃথক অস্তিত্ব আছে কেবল তাদের ক্ষেত্রেই আণবিক ভর শব্দটি প্রযােজ্য। NaCl-এর পৃথক কোন অণুর অস্তিত্ব না থাকার জন্য এক্ষেত্রে সংকেত ভর কথাটি অধিক যথাযত।

6. রাসায়নিক বন্ধন কাকে বলে ?

         উত্তর : যােজ্যতা কক্ষে ইলেকট্রন গ্রহণ অথবা যােজ্যতা কক্ষ থেকে ইলেকট্রন বর্জন অথবা ইলেকট্রন-জোড় গঠনের মাধ্যমে পরস্পরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পরমাণুগুলির সর্ববহিঃস্থ কক্ষে নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জনের ফলে যে আকর্ষণ বলের সৃষ্টি হয় তাকে রাসায়নিক বন্ধন বলে।

7. অষ্টক সূত্র কাকে বলে ?

         উত্তর : রাসায়নিকভাবে সুস্থিত হওয়ার জন্য বিভিন্ন মৌলের পরমাণু তাঁদের যােজ্যতীকক্ষে ইলেকট্রন গ্রহণ বা যােজ্যতা কক্ষ থেকে ইলেকট্রন বর্জন বা ইলেকট্রন-জোড় গঠনের মাধ্যমে নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের পরমাণুর ইলেকট্রন-বিন্যাস লাভের প্রবণতা দেখায়। মৌলসমূহের পরমাণুগুলির সর্ববহিঃস্থ ইলেকট্রনীয় কক্ষের অষ্টক পূর্ণ করার স্বাভাবিক প্রবণতাকে অষ্টক সূত্র বলে।

No comments:

Post a Comment