দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া - বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর [MCQ]: [প্রতিটি প্রশ্নের মান-1]
1. তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথােডে কী ঘটে?---
[A] জারণ [B] বিজারণ [C] বিয়ােজন [D] সংযােজন
[D] টেট্রাক্লোরাে ইথিলিন
2. যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে বলে---
[A] ভােল্টমিটার [B] গ্যালভানােমিটার [C] ভােল্টমিটার [D] None
[D] টেট্রাক্লোরাে ইথিলিন
3. কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য ?--
[A] H2CO3 [B] NaOH [C] HCOOH [D] NH4OH
[D] টেট্রাক্লোরাে ইথিলিন
4. কোনটির মধ্যে তড়িৎ পরিবহন হয় না?--
[A] তামা [B] গ্যাস কার্বন [C] চিনির দ্রবণ [D] None
[D] টেট্রাক্লোরাে ইথিলিন
5. কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য ?--
[A] CH3COOH [B] NaOH [C] H2SO4 [D] NaCl
[D] টেট্রাক্লোরাে ইথিলিন
6. তড়িৎ লেপনের উদ্দেশ্য হল--
[A] ধাতব বস্তুকে আবহাওয়াজনিত ক্ষয় থেকে রক্ষা করা [B] ধাতব বস্তুর সৌন্দর্য বৃদ্ধিকরা [C] ধাতব বস্তুর ওজন বৃদ্ধি করা [D] A ও B উভয়ই।
[D] A ও B উভয়ই।
7. টিনের চামচের ওপর রুপাের প্রলেপ দেওয়ার সময় অ্যানােড রূপে ব্যবহার করা হয়--
[A] টিনের দণ্ড [B] রুপাের দণ্ড [C] জার্মান সিলভারের দণ্ড [D] টিন ও রুপাে দ্বারা শংকর ধাতু
[B] রুপাের দণ্ড
৪. সিলভার প্লেটিং করতে তড়িৎ বিশ্লেষ্যরূপে নেওয়া হয়।
[A] পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড [B] পটাশিয়াম অরােসায়ানাইড [C] পটাশিয়াম সায়ানাইড [D] পটাশিয়াম নাইট্রোপুসাইড
[A] পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড
9. কঠিন অবস্থায় কোনটি তড়িৎ পরিবহণ করে না--
[A] NaCl [B] PbBr2 [C] বরফ [D] সবকটিই
[D] সবকটিই
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া - শূন্যস্থান প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-1]
1. তড়িৎ বিশ্লেষণ প্রকৃত পক্ষে — বিক্রিয়া।
উত্তর : জারণ-বিজারণ।
2. একটি নিষ্ক্রিয় তড়িদ্বাবের উদাহরণ হল –
উত্তর : প্লাটিনাম।
3. তড়িৎ লেপনের সময় – তড়িৎপ্রবাহ – সময় ধরে চালনা করা উচিত।
উত্তর : অল্পমাত্রায় বেশি।
4. তড়িৎ বিশ্লেষণের জন্য সর্বদা – তড়িৎ ব্যবহার করা অত্যাবশ্যক।
উত্তর : সমপ্রবাহ।
5. সিলভারের প্রলেপ দিতে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যটি হল -
উত্তর : পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড।
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া - সত্য-মিথ্যা প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-1]
1. টিনের চামচের উপর রুপাের প্রলেপ দেওয়ার সময় অ্যানােড রূপে ব্যবহার করা হয় রুপাের দণ্ড।
উত্তর : সত্য।
2. একটি তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থ হল গ্লবার লবণ।
উত্তর : মিথ্যা।
3. তড়িৎলেপনের সময় অ্যানােড ক্ষয়প্রাপ্ত হয়।
উত্তর : সত্য।
4, একটি সক্রিয় তড়িদ্বারের উদাহরণ হল প্লাটিনাম।
উত্তর : মিথ্যা।
5. একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হল মিউরিয়েটিক অ্যাসিড।
উত্তর : সত্য।
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া - ‘অ’ স্তম্ভের সঙ্গে ‘আ’ স্তম্ভ মেলাও : [ প্রতিটি প্রশ্নের মান-1]
'অ' স্তম্ভ ‘আ' স্তম্ভ
1. তড়িৎ লেপনের উদ্দেশ্য (a) জিংক
2. তড়িৎ বিশ্লেষণে প্রস্তুত নয় (b) কার্বন টেট্রাক্লোরাইড
3. কঠিন অবস্থায় তড়িৎ পরিবহণ করে না (c) স্থায়িত্ব ও সৌন্দর্য বৃদ্ধি
4. তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। (d) বরফ
উত্তর : 1⇒(c) 2⇒(a) 3⇒(d) 4⇒(b)
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া - অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর :[প্রতিটি প্রশ্নের মান-1]
1. সামান্য লবণমিশ্রিত চিনির সরবত কী তড়িৎ পরিবহণ করবে ?
উত্তর : চিনির দ্রবণ তড়িৎ অপরিবাহী হলেও, খাদ্য লবণের দ্রবণ তড়িতের পরিবাহী। তাই এই মিশ্র দ্রবণটি তড়িৎ পরিবহণ করবে।
2. একটি অজৈব তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের নাম লেখাে।
উত্তর : সিলিকা (SiO2) একটি অজৈব তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থ।
3. তড়িতের অপরিবাহী একটি অধাতব কঠিন মৌলিক পদার্থের উদাহরণ দাও।
উত্তর : তড়িতের অপরিবাহী অধাতব কঠিন মৌলিক পদার্থ হল সালফার (S)।
4. পরিবাহী কয় প্রকার ও কী কী?
উত্তর : পরিবাহী তিন প্রকার, যথা--(i) ধাতব পরিবাহী (Au, Cu ইত্যাদি) (i) অধাতব পরিবাহী (গ্রাফাইট)। (ii) তড়িৎ বিশ্লেষ্য (গলিত বা দ্রবীভূত অবস্থায়)।
5. তড়িৎ বিশ্লেষণ যে পাত্রে করা হয়, তার নাম কী?
উত্তর : ভােল্টমিটার।
6. তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ?
উত্তর : তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।
7. একটি জৈব পদার্থের নাম লেখাে যার জলীয় দ্রবণ তড়িতের পরিবাহী?
উত্তর : অ্যাসেটিক অ্যাসিড (CH3COOH) হল এমন একটি জৈব পদার্থ যার জলীয় দ্রবণ তড়িতের পরিবাহী।
8. একটি তড়িৎ কুপরিবাহী পদার্থের উদাহরণ দাও।
উত্তর : তড়িৎ কুপরিবাহী পদার্থ হল ইথানল।
9. জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথােড হিসাবে কোন্ ধাতু ব্যবহার করা হয় ?
উত্তর : ক্যাথােড হিসাবে প্লাটিনাম ধাতু ব্যবহার করা হয়।
10. মৃদু তড়িৎ বিশ্লেষ্য একটি লবণের উদাহরণ দাও।
উত্তর : সােডিয়াম কার্বনেট (Na2Co3) হল মৃদু তড়িৎ বিশ্লেষ্য লবণের উদাহরণ।
11. তড়িৎ বিশ্লেষণের ব্যাবহারিক প্রয়ােগগুলি কী কী?
উত্তর : তড়িৎ বিশ্লেষণের ব্যাবহারিক প্রয়ােগগুলি হল (i) তড়িৎলেপন, (i) তড়িৎ বিশােধন ও (iii) ধাতু নিষ্কাশন।
12. তড়িৎ বিশ্লেষণ কালে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ?
উত্তর : তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।
13. মৃদু তড়িৎবিশ্লেষ্য একটি লবণের উদাহরণ দাও।
উত্তর : সােডিয়াম কার্বনেট (Na2Co3) হল মৃদু তড়িৎবিশ্লেষ্য লবণের উদাহরণ।
14. একটি তরল পদার্থের নাম করাে যা তড়িৎ পরিবহণ করে অথচ তড়িৎ বিশ্লেষ্য নয়।
উত্তর : পারদ হল এমন একটি তরল পদার্থ যা তড়িৎ পরিবহণ করে অথচ তড়িৎ বিশ্লেষ্য নয়।
15. কোনাে ধাতব পদার্থে সােনার প্রলেপ দিতে হলে তড়িৎবিশ্লেষ্য হিসেবে কী ব্যবহার করবে?
উত্তর : এক্ষেত্রে তড়িৎবিশ্লেষ্য হিসেবে পটাশিয়াম অরােসায়ানাইড K[Au(CN)2] এর দ্রবণ ব্যবহার করা হয়।
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া - দীর্ঘ প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-3]
1. তড়িৎ বিশ্লেষ্য বলতে কী বােঝাে? একটি মৃদু ও একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্যের নাম লেখাে।
উত্তর : তড়িৎ বিশ্লেষ্য : যে সমস্ত পদার্থ জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তার ফলে রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে তাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়।
একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হল-CH3COOH
একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য হল—-NaOH
একটি তীব্র অবিশ্লেষ্য হল—চিনির দ্রবণ, পারদ।
2. তড়িৎলেপন কাকে বলে? এর উদ্দেশ্য লেখাে।
উত্তর : তড়িৎলেপন : তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোনাে বেশি সক্রিয় ধাতু বা ধাতু সংকরের (Fe, Cu) ওপর কম সক্রিয় ধাতু (Au, Ag, Ni, Cr)-এর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎলেপন বলা হয়।
উদ্দেশ্য : (i) বস্তুকে আবহাওয়া থেকে রক্ষা করা।
(ii) বস্তুর সৌন্দর্য বাড়িয়ে তােলা।
3. অ্যানােডাইজিং কী? অ্যানােড মাড কী?
উত্তর : অ্যানােডাইজিং : জল, বায়ু ও বিভিন্ন লবণের প্রভাবে Al বা ইহার সংকর ধাতুর তৈরি দ্রব্যের ক্ষয় রােধের জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে Al2O3 -এর পাতলা প্রলেপ দেওয়াকে অ্যানােডাইজিং বলে।
অ্যানােড মাড : কপার ধাতুর তড়িৎ পরিশােধনের সময় অ্যানােডের নীচে Ag, Pt, Au, Rh ইত্যাদি অশুদ্ধি কাদার আকারে জমা হয়। একে অ্যানােড মাড বা অ্যানােড কাদা বলে। অ্যানােড মাড থেকে ওই মূল্যবান ধাতুকে সংগ্রহ করা হয়।
4. “তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে তড়িৎ বিশ্লেষ্যের রাসায়নিক পরিবর্তন ঘটে” ব্যাখ্যা করাে।
উত্তর : গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি আয়নে বিয়ােজিত হয়। এই অবস্থায় তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে ক্যাটায়নগুলি ক্যাথােডে গিয়ে উপযুক্ত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে এবং অ্যানায়নগুলি অ্যানােডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে প্রশম পরমাণু বা মুলকে পরিণত হয়। এভাবে ক্যাথােডে ও অ্যানােডে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় যাদের ধর্ম তড়িৎ বিশ্লেষ্যের ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা। সুতরাং তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক পরিবর্তন ঘটে। যেমন অ্যাসিড মিশ্রিত জলের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ পাঠালে ক্যাথােডে হাইড্রোজেন গ্যাস ও অ্যানােডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, যাদের ধর্ম জলের ধর্ম থেকে সম্পূর্ণ পৃথক।
5. তড়িৎ বিয়ােজন কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর : বিগলিত কিংবা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎবিশ্লেষ্য পদার্থগুলি স্বতঃস্ফূর্তভাবে আংশিক বা সম্পূর্ণরূপে বিয়ােজিত হয়ে ক্যাটায়ন ও অ্যানায়ন উৎপন্ন করে। এই ঘটনাকে তড়িৎ বিয়ােজন বলে।
উদাহরণ : NaCl যৌগটি বিগলিত কিংবা জলে দ্রবীভূত অবস্থায় বিয়ােজিত হয়ে Na+ ও Cl- আয়ন মুক্ত করে। NaCl (গলিত বা দ্রবীভূত) = Na+ + Cl-।
No comments:
Post a Comment