দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | তাপ - বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর [MCQ] : [প্রতিটি প্রশ্নের মান-1]
1. হ্রদে জলের উপরিতলের উয়তা 2°C হলে, তলদেশে উয়তা হবে--
[A] 4°C [B] 2°C [c] 3°C [D] 1°C
[A] 4°C
2. কোনটির ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়---
[A] পারদ [B] জল [C] লােহা [D] তামা
[B] জল
3. কোনটি ঠিক-
[A] α =
β
2
=
γ
3
[B] α =
γ
3
[C] β = 2α [D] All
[D] টেট্রাক্লোরাে ইথিলিন
4. কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি
[A] তামা [B] লােহা [C] সােনা [D] হিরে
[D] হিরে
5. তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা হল ।
[A] MLT-3θ-1 [B] MLTθ-2 [C] MLT-4θ-1 [D] None
[A] MLT-30-1
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | তাপ - শূন্যস্থান প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-1]
1. তাপের সর্বাপেক্ষা সুপরিবাহী হল _______________ ।
উত্তর : রূপা।
2. ___________ এর পরীক্ষা থেকে প্রমাণিত হয় বিভিন্ন ধাতুর তাপ পরিবাহীতা বিভিন্ন।
উত্তর : ইনজেন হজ।
3. _______________ পদ্ধতিতে মাধ্যম ছাড়াই তাপ পরিবাহিত হতে পারে।
উত্তর : বিকিরণ।
4. SI তে তাপ পরিবাহীতাঙ্কের একক _______________।
উত্তর : Wm-1.K-1
5. বেত তাপের _______________
উত্তর : কুপরিবাহী।
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | তাপ - সত্য-মিথ্যা প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান 1]
1, কঠিনের তুলনায় গ্যসের প্রসারণ 100 গুণ হয়।
উত্তর : মিথ্যা।
2. গ্যাসের চাপ গুণাঙ্কের একক কেবল উয়তার এককের উপর নির্ভর করে।
উত্তর : সত্য।
3. তাপ প্রয়ােগে কঠিনের কেবল আয়তন প্রসারণ ঘটে।
উত্তর : মিথ্যা।
4. গ্যাসের চাপ গুণাঙ্কের একক কেবল উয়তার এককের উপর নির্ভর করে।
উত্তর : সত্য।
5. কঠিনের তাপীয় প্রসারণ তিন প্রকার হয়।
উত্তর : সত্য।
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | তাপ - ‘অ’ স্তম্ভের সঙ্গে ‘আ’ স্তম্ভ মেলাও : [ প্রতিটি প্রশ্নের মান-1]
'অ' স্তম্ভ ‘আ' স্তম্ভ
1. তরলের আপাতত আয়তন প্রসারণ গুণাঙ্কের তরলের (a) দুইপ্রকার
2. পরিবহণ ক্ষমতা উচ্চমানের (b) 100 গুণ
3. গ্যাসের তাপীয় প্রসারণ (c) নিজস্ব ধর্ম নয়
4. কঠিনের তুলনায় তরলের প্রসারণ সম উয়তা বৃদ্ধিতে। (d) ধাতু
উত্তর : 1⇒(c) 2⇒(d) 3⇒(a) 4⇒(b)
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | তাপ - দীর্ঘ প্রশ্নোত্তর :[প্রতিটি প্রশ্নের মান-3]
1. দেখাও যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের ওপর নির্ভর করে, শুধুমাত্র তাপমাত্রার এককের ওপর নির্ভর করে।
উত্তর : দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞানুসারে,
α =
l2 - l2
l1(t2 - t2)
α =
দৈর্ঘ্যের একক
দৈর্ঘের একক × উষ্ণতার একক
∴ α =
1
উষ্ণতার একক
সুতরাং দেখা যাচ্ছে যে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক-এর একক কেবলমাত্র উয়তার এককের ওপর নির্ভরশীল।
2. চার্লসের সূত্র থেকে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করাে।
উত্তর : স্থির চাপে 0°C উয়তায় কোনাে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V0 হলে t°C উয়তায় আয়তন ---
Vt = V0(1 +
t
273
) ....(1)
আবার, আয়তন বৃদ্ধি = Vt - V0 এবং উষ্ণতা বৃদ্ধি = t°C
.:. আয়তন প্রসারণ গুণাঙ্ক, γp =
Vt - V0
V0t
বা, Vt - V0 = V0 - γpV0t
বা, Vt - V0 = V0( 1 - γpt ) .......(2)
(1) ও (2) তুলনা করে পাই --
1 - γpt = 1 +
t
273
বা, γp =
1
273
/°C
3. লােহার α = 12×10-6/°C বলতে কী বােঝাে ? এর γ এর মান কত ?
উত্তর : লােহার α = 12×10-6/°C বলতে বােঝায় যে , 1 cm দীর্ঘ লােহার দণ্ডের উয়তা 1°C বৃদ্ধি করলে দণ্ডটির দৈর্ঘ্য 12×10-6 cm বৃদ্ধি পাবে।
α =
γ
3
∴ γ = 3 ×α
= 3×12×10-6/°C = 36×10-6/°C
4. তাপপরিবাহিতাঙ্কের রাশিমালা প্রতিষ্ঠা করাে।
উত্তর : ধরি, d বেধ ও A ক্ষেত্রফলযুক্ত আয়তকার পাত নিলাম। এবং θ2 >θ1 ।
পরিবাহিত তাপ---
Q ∝ A.......(1)
Q ∝ (θ2 - θ1)......(2)
Q ∝
1
d
........(3) (t = সময়)
এবং Q ∝ t.......(4)
∴ Q ∝
A(θ2 - θ1)t
d
বা, Q =
KA(θ2 - θ1)t
d
[যেখানে K = ধ্রুবক = তাপপরিবাহিতাক]
বা, K =
Qd
A(θ2 - θ1)t
5. তামার তাপপরিবাহিতাঙ্ক 0.92 CGS একক বলতে কী বােঝাে?
উত্তর : তামার তাপপরিবাহিতাঙ্ক 0.92 CGS একক বলতে বােঝায় যে, 1 cm বেধ, 1cm2 ক্ষেত্রফলবিশিষ্ট একটি তামার খণ্ডের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য 1°C হলে একপৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে লম্বভাবে 1 সেকেন্ডে 0.92 ক্যালরি তাপ পরিবাহিত হবে।
No comments:
Post a Comment