দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | অজৈব রসায়ন - বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর [MCQ] : [প্রতিটি প্রশ্নের মান-1]
1. ওলিয়ামের সংকেত হল-
[A] H2SO4 [B]H2S2O7 [C] H2SO3 [D] FeS
[B]H2S202
2. নাইট্রোজেন ঘটিত সার হল--
[A] ইউরিয়া [B] সোজমাইড [C] সুপার ফসফেট [D] None
[A] ইউরিয়া
3. কোন্ গ্যাসটি কিপ্যন্ত্রে প্রস্তুত করা যায় না---
[A] CO2 [B] H2S [C] H2 [D] HCl
[D] HCl
4. জলে সর্বাধিক মাত্রায় দ্রাব্য হল--
[A] N2 [B] H2S [C] NH3, [D] O2
[A] NH3
5. নেসলার বিকারকের সঙ্গে বিক্রিয়া করে বাদামি বর্ণের অধঃক্ষেপ উৎপন্ন করে--
[A] NH3, [B] HCl [C] HNO3 [D] NaOH
[A] NH3
6. লা-ব্লাঙ্ক পদধতিতে HCl প্রস্তুতির কাঁচামাল হল--
[A] CaCl2 [B] NH4Cl [C] NaCl [D] MgCl2
[C] NaCl
7. নীচের কোন ক্ষেত্রে অ্যামােনিয়া (তরল/গ্যাসীয়) ব্যবহার করা হয় না---
[A] নাইট্রিক অ্যাসিড সংশ্লেষণে [B] রেয়ন প্লাস্টিক উৎপাদনে [C] চেতনানাশক পদার্থ রূপে। [D] শীতলীকরণে
[C] চেতনানাশক পদার্থ রূপে
৪. ওলিয়ামকে সংগ্রহ করা হয়---
[A] কাঁচের পাত্রে। [B] মার্কারির প্রলেপ দেওয়া আধারে [C] ঢাকনাযুক্ত প্লাস্টিকের পাত্রে [D] শেডের আস্তরণ যুক্ত ট্যাঙ্কে
[D] শেডের আস্তরণ যুক্ত ট্যাঙ্কে
10. লাইকার অ্যামােনিয়া দ্রবণে অ্যামােনিয়ার পরিমাণ---
[A] 25% [B] 30% [C] 35% [D] 45%
[C] 35%
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | অজৈব রসায়ন - শূন্যস্থান প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-1]
1. নেল্লার দ্রবণে ___________ প্রবাহিত করলে দ্রবণটি বাদামি বর্ণ ধারণ করে।
উত্তর : অ্যামােনিয়া গ্যাস
2. অ্যাকোয়া রিজিয়াকে বলে ___________
উত্তর : রয়্যাল ওয়াটার।
3. ধূমায়মান সালফিউরিক অ্যাসিডের নাম ___________
উত্তর : পাইরাে সালফিউরিক অ্যাসিড।
4. ইউরিয়ার রাসায়নিক নাম হল ___________
উত্তর : কার্বাইড।
5. অ্যামােনিয়ার গাঢ় জলীয় দ্রবণে বলে ___________
উত্তর : লাইকার অ্যামােনিয়া।
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | অজৈব রসায়ন - সত্য-মিথ্যা প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-1]
1. নেসলার বিকারকের দ্বারা N2O গ্যাস শনাক্ত করা হয়।
উত্তর : মিথ্যা।
2. H2S গ্যাস কিযন্ত্রে প্রস্তুত করা যায়।
উত্তর : সত্য।
3. স্মেলিং সল্ট উত্তপ্ত করলে NH3 গ্যাস উৎপন্ন হয়।
উত্তর : সত্য।
4. HNO3 অ্যাসিডটি জারক ও বিজারক উভয়রূপেই কাজ করে।
উত্তর : মিথ্যা।
5. ওলিয়াসের রাসায়নিক নাম হাইপােসালফিউরিক অ্যাসিড।
উত্তর : মিথ্যা।
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | অজৈব রসায়ন - ‘অ’ স্তম্ভের সঙ্গে ‘আ’ স্তম্ভ মেলাও : [ প্রতিটি প্রশ্নের মান-1]
'অ' স্তম্ভ ‘আ' স্তম্ভ
1. মুক্ত অবস্থায় পাওয়া যায় (a) K2(HgI4)
2. অঙ্গরাজ দ্রবীভূত হয় (b) ইউরিয়া
3. কালাজ্বরের ঔষধ প্রস্তুতীতে (c) নাইট্রোজেন
4. নেসলার বিকারক (d) প্লাটিনাম
উত্তর : 1⇒(c) 2⇒(d) 3⇒(b) 4⇒(a)
'অ' স্তম্ভ ‘আ' স্তম্ভ
1. লাফিং গ্যাস (a) H2SO4
2. নাইট্রিক অ্যাসিডের নিরুদক (b) নাইট্রিক অ্যাসিড
3. একটি জলাকর্মী পদার্থ (c) N2O
4. অ্যাকোয়া ফরটিস (d) N2O5
উত্তর : 1⇒(c) 2 ⇒(d) 3⇒(a) 4⇒(b)
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | অজৈব রসায়ন - অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান 1]
1. নাইট্রোলিম কী? ব্যবহার লেখাে।
উত্তর : নাইট্রোলিম : 1100°C উয়তায় উত্তপ্ত ক্যালশিয়াম কার্বাইডের ওপর দিয়ে N2 পাঠালে ক্যালশিয়াম সায়ানামাইড ও কার্বনের বাদামি মিশ্রণ তৈরি হয়, যাকে নাইট্রোলিম বলে।
সমীকরণ : CaC2 + N2
1100°C
.
→ CaNCN + C
ব্যবহার : রাসায়নিক সার হিসাবে ব্যবহৃত হয়।
2. ধূমায়মান নাইট্রিক অ্যাসিড কী ?
উত্তর : গাঢ় নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেন ডাই-অক্সাইড গ্যাস দ্রবীভূত থাকলে সাধারণ উয়তাতে ওই নাইট্রিক অ্যাসিড থেকে সব সময় ধোঁয়া নির্গত হয়। তাই এই নাইট্রিক অ্যাসিডকে ধূমায়মান নাইট্রিক অ্যাসিড বলা হয়।
3. অম্লরাজ কী? ব্যবহার লেখাে।
উত্তর : অম্লরাজ :এক আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিড ও তিন আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশ্রিত করলে যে মিশ্রণ পাওয়া যায় তাকে অম্লরাজ বলে।
সমীকরণ : 3HCl + HNO3 = 2Cl + NaCl + 2H2O
ব্যবহার : সােনা, প্ল্যাটিনাম ইত্যাদি ধাতু এবং Hg, Co, Ni ইত্যাদির লবণ দ্রবীভূত করতে অম্লরাজ ব্যবহৃত হয়।
4. একটি গাঢ় অ্যাসিডের বােতলের মুখে একটি NH3 সিক্ত কাচের দণ্ড ধরলে সাদা ধোঁয়ার সৃষ্টি হয় কেন ? অ্যাসিডটি কী? সাদা ধোঁয়া উৎপন্ন হয় কেন?
উত্তর : অ্যাসিডটি হল HCl।
HCl অ্যাসিড ও NH3 এর বিক্রিয়ায় অ্যামােনিয়াম ক্লোরাইডের (NH4Cl) সাদা ধোঁয়া সৃষ্টি হয়।
HCI + NH3 = NH4Cl (গ্যাস + গ্যাস = কঠিন)
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | অজৈব রসায়ন - দীর্ঘ প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-3]
1. ওসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি বর্ণনা করাে।
উত্তর : (i) বিশুদ্ধ NH3 বিশুদ্ধ অক্সিজেনের (1 : 10 অনুপাতে) মিশিয়ে 5-7 atm চাপে 700°C - 800°C উয়তায় pt অনুঘটকের উপস্থিতিতে NO তৈরি হয়।
4NH3 + 5O2
pt তারজালি
5-7atm 700-800°C
4NO + 6H2O + 6H2O + 90KJ
(i) অনুঘটকীয় প্রকোষ্ঠ থেকে নির্গত মিশ্রণকে শীতক কক্ষে ঠান্ডা করে 50°C -এ নামানাে হয় ও O2 দ্বারা জারিত হয়ে NO2 তৈরি হয়।
2NO + O2
50°C
.
2NO2
(ii) ওই মিশ্রণকে কোয়ার্টজ পূর্ণ শােষক স্তম্ভে প্রবেশ করিয়ে NO2 জলে শােষিত হয়ে HNO3 এর লঘু দ্রবণ তৈরি হয়।
3NO2+H2O = 2HNO3 + NO
4NO2 + O2 +2H2O = 4HNO3
উৎপন্ন লঘু HNO3 এর সঙ্গে গাঢ় H2SO4 মিশিয়ে পাতিত করলে গাঢ় HNO3 পাওয়া যাবে।
2. স্পর্শ পদধতিতে সালফার থেকে H2SO4 প্রস্তুতির সমীকরণ লেখাে।
উত্তর : (i) S+O2 = SO2↑ , 4FeS2 + 11O2 = 2Fe2O3 +8SO2↑
(ii) 2SO2 +O2
V2O5
450°C
2SO3 + 45Kcal
(iii) SO3+H2SO4 = H2S2O7 (ওলিয়াম)
(iv) H2S2O7 + H2O = 2H2SO4(সালফিউরিক অ্যাসিড)
3. ইউরিয়ার প্রধান প্রধান ব্যবহারগুলি উল্লেখ করাে।
উত্তর : ইউরিয়ার ব্যবহারগুলি নিম্নরূপ-
(i) ইউরিয়া কৃষিকার্যে নাইট্রোজেন ঘটিত জৈব সার হিসাবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
(ii) ইউরিয়া থেকে কালাজ্বরের ওষুধ ইউরিয়া স্টিমিন তৈরি করা হয়। এছাড়া ইউরিয়া ব্যবহার করে ঘুমের ওষুধ বারবিটিউবেট তৈরি করা হয়।
(i) সেলােফেন কাগজ, রেয়ন, নাইট্রোসেলুলােজ (বিস্ফোরক পদার্থ) প্রভৃতির শিল্পোৎপাদনে ইউরিয়া ব্যবহৃত হয়।
(iv) ইউরিয়া ফর্মালডিহাইড নামক রেজিন তৈরিতে ইউরিয়া ব্যবহার করা হয়।
4. পরীক্ষাগারে N2 প্রস্তুতির প্রয়ােজনীয় দ্রব্য, বিক্রিয়ার শর্ত, সমীকরণ, সংগ্রহ লেখাে।
উত্তর : প্রয়ােজনীয় দ্রব্য : সােডিয়াম নাইট্রাইট (NaNO2) ও অ্যামােনিয়াম ক্লোরাইড (NH4Cl)।
শর্ত : NaNO2 ও NH4Cl মিশিয়ে জলীয় দ্রবণকে ধীরে ধীরে উত্তপ্ত করতে হবে। সমীকরণ : NaNO2+NH4Cl= NH4NO2 + NaCl
NH4NO2 = N2 + 2H2O
সংগ্রহ : জলের নিম্ন অপসারণ দ্বারা N2 গ্যাস জারে সংগ্রহ করা হয়।
5. শিল্পক্ষেত্রে অ্যামােনিয়ার প্রধান প্রধান ব্যবহারগুলি উল্লেখ করাে।
উত্তর : শিল্পক্ষেত্রে অ্যামােনিয়ার ব্যবহারগুলি নিম্নরুপ-
(i) অ্যামােনিয়াম সালফেট, অ্যামােনিয়াম নাইট্রেট, অ্যামােনিয়াম ফসফেট, ইউরিয়া ইত্যাদি সার প্রস্তুতিতে অ্যামােনিয়া ব্যবহৃত হয়।
(ii) অওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড ও সলভে পদ্ধতিতে সােডিয়াম কার্বনেট প্রস্তুতিতে অ্যামােনিয়া ব্যবহৃত হয়।
(i) তরল অ্যামােনিয়ার বাষ্পীভবনের লীনতাপের মান বেশি হওয়ায় রেফ্রিজারেটর, বরফ তৈরির কারখানায় ও কোল্ড স্টোরেজে শীতলীকরণের কাজে হিমায়করূপে অ্যামােনিয়াকে ব্যবহার করা হয়।
(iv) কৃত্রিম রেয়ন, প্লাস্টিক, রবার ইত্যাদি এবং স্মেলিং সল্ট প্রভৃতি প্রস্তুতিতে NH3 ব্যবহৃত হয়।
No comments:
Post a Comment