- ভৌত বিজ্ঞান | ধাতুবিদ্যা - বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর [MCQ] : [প্রতিটি প্রশ্নের মান-1]
1. থার্মিট পদধতিতে নিষ্কাশন করা হয়-
[A] Mn [B] Cr [C] P [D] Mn and Cr
[D] Mn and Cr
2. ডুরালুমিনের প্রধান উপাদান হল-
[A] AL [B] Zn [c] Fe [D] Cu
[A] AL
3. দস্তার আকরিক-
[A] বক্সাইট [B] ক্রায়ােলাইট [C] ক্যালামাইট [D] ম্যাগনেমাইট
[C] ক্যালামাইট
4. অ্যামালগামের একটি উপাদান-
| [A] সােনা [B] রুপাে | [C] পারদ [D] লােহা
[C] পারদ
5. কার্বনের পরিমাণ সর্বাধিক
[A] স্টিল [B] রট [C] কাস্ট [D] None
[C] কাস্ট
6. জার্মান সিলভারে থাকে না ।
[A] Ag [B] Cu [C] Zn [D] Ni
[A] Ag
7. নীচের কোনটি মরচে নিবারণের উপায় নয় ?
[A] রং-এর প্রলেপ দেওয়া [B] গ্যালভানাইজেশন [C] Mg ব্লক ব্যবহার করা। [D] MgCl এর দ্রবণে ডুবিয়ে রাখা
[D] MgCl এর দ্রবণে ডুবিয়ে রাখা
8. গ্যালভানাইজড আয়রন হল প্রকৃতপক্ষে-
[A] Zn-প্রলিপ্ত আয়রন [B] Sn-প্রলিপ্ত আয়রন [c] Ni প্রলিপ্ত আয়রন [D] Cr প্রলিপ্ত আয়রন
[A] Zn-প্রলিপ্ত আয়রন
9. কোন্ ধাতুটিকে আত্মরক্ষায় সমর্থ' ধাতু বলা হয় ?
[A] AL (B] Fe (C] Na [D] Au
[A] AL
10. বিশুদ্ধতম আয়রন হল--
[A] কাস্ট আয়রন [B] রট আয়রন [C] স্টিল [D] ইনভার
[B] রট আয়রন
11. কোন খনিজটি আকরিক নয় ?
[A] রেড হিমাটাইট [B] জিংক ব্রেন্ড [c] বক্সাইট [D] আয়রন পাইরাইটিস
[D] আয়রন পাইরাইটিস
12. টিনের পারদ-সংকর ব্যবহার করা হয়--
[A] চশমা তৈরিতে [B] বিজারক হিসেবে। [c] আয়না তৈরিতে [D] থার্মোমিটার তৈরিতে
[c] আয়না তৈরিতে
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | ধাতুবিদ্যা - শূন্যস্থান প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-1]
1. ___________ খনিজ হলেও আকরিক নয়।
উত্তর : আয়রণ পাইরাইটস
2. লােহার উপর Zn ধাতুর প্রলেপকে ___________বলে।
উত্তর : গ্যালভানাইজেশন
3. কেবলমাত্র ___________থেকে সহজে ও সুলভে উচ্চমানের ধাতু নিষ্কাশণ করা যায়।
উত্তর : আকরিক ।
4. ধাতুর সক্রিয়তা সারিতে সবচেয়ে উপরে ___________ অবস্থিত।
উত্তর : পটাশিয়াম।
5. বন্দুক ও সামরিক যন্ত্রপাতি নির্মানে ব্যবহৃত ধাতু সংকর হল ___________
উত্তর : গান মেটাল।
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | ধাতুবিদ্যা - সত্য-মিথ্যা প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান 1]
1. আকরিক থেকে ধাতু নিস্কাশন প্রক্রিয়া হল জারণ প্রক্রিয়া।
উত্তর : মিথ্যা।
2. সমুদ্রগামী জাহাজে জলের নীচের পাইপ লাইনে মরিচা পড়ার হাত থেকে রক্ষা করার জন্য ম্যাগনেশিয়াম ব্লক যুক্ত করা হয়।
উত্তর : সত্য।
3. থার্মিট পদ্ধতিতে Fe ধাতু নিষ্কাশন করা হয়।
উত্তর : সত্য।
4. চশমা তৈরিতে টিনের পারদ-সংকর ব্যবহার করা হয়।
উত্তর : মিথ্যা।
5. তড়িৎ কোশ ও নির্জল ব্যাটারি তৈরিতে জিংক ব্যবহৃত হয়।
উত্তর : সত্য।
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | ধাতুবিদ্যা - ‘অ’ স্তম্ভের সঙ্গে ‘আ’ স্তম্ভ মেলাও : [ প্রতিটি প্রশ্নের মান-1]
'অ' স্তম্ভ ‘আ' স্তম্ভ
1. বিশুদ্ধতম আয়রণ (a) Zn
2. খনিজ আকরিক নয় (b) রট আয়রণ
3. ছাপার ব্লক তৈরিতে (c) আয়রণ পাইরাইন্টস
4. বর ধাতু (d) প্লাটিনাম
উত্তর : 1⇒(b) 2 ⇒(c) 3⇒(a) 4⇒(d)
'অ' স্তম্ভ ‘আ' স্তম্ভ
1. অ্যাসিডধর্মী বিগালক (a) ডুরালুমিন
2. ক্ষারধর্মী খনিজমল (b) ক্রায়ােলাইট
3. প্রেসারকুকার প্রস্তুতিতে ধাতুসংকর (c) SiO2
4. অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক (d) MgO
উত্তর : 1⇒(c) 2 ⇒(d) 3⇒(a) 4⇒(b)
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | ধাতুবিদ্যা - সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-2]
1. আয়রন, অ্যালুমিনিয়াম ও জিঙ্কের একটি আকরিক ও ব্যবহার লেখাে।
উত্তর : আয়রনের আকরিক : ম্যাগনেটাইট (Fe3O4)
আয়রনের ব্যবহার : জলের পাইপ, কড়াই, দরজা, পেরেক, মােটরগাড়ি, জাহাজ ইত্যাদি তৈরিতে। অ্যালুমিনিয়ামের আকরিক : ক্রায়ােলাইট (AlF3, ও NaF)।
অ্যালুমিনিয়ামের ব্যবহার : বিমান ও গাড়ির কাঠামাে, বৈদ্যুতিক তার ইত্যাদি তৈরিতে।
জিঙ্কের আকরিক : জিঙ্ক ব্লেন্ড (ZnS)
জিঙ্কের ব্যবহার : গ্যালভানাইজেশনে, রং শিল্পে, ছাপার ব্লক প্রস্তুতিতে ব্যবহৃত হয়।
2. কলঙ্কহীন ইস্পাতের উপাদান লেখাে। একটি ব্যবহার লেখাে।
উত্তর : কলকহীন ইস্পাতের উপাদান : লােহা 73%, নিকেল ৪%, ক্রোমিয়াম ৪%, ও কার্বন 1%।
ব্যবহার : মােটরগাড়ির যন্ত্রাংশ, বাসনপত্র, অস্ত্রপচারের যন্ত্রপাতি ইত্যাদি প্রস্তুতিতে।
3. থামিট পদ্ধতির নীতি লেখাে। থামিট মিশ্রণ কী?
উত্তর : নীতি : লােহা, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, কোবাল্ট প্রভৃতি ধাতুর অক্সাইডকে Al চুর্ণ সহযােগে উত্তপ্ত করলে ধাতুগুলি বিজারিত হয়ে গলিত ধাতুতে পরিণত হয়। এই পদ্ধতিকে গােল্ডস্মিথের থার্মিট পদ্ধতি বলা হয়।
থার্মিট মিশ্রণ : তিন ভাগ Fe2, O3 ও একভাগ Al চুর্ণের মিশ্রণকে থার্মিট মিশ্রণ (Thermit Mixture) বলা হয়। এটি ভাঙা রেললাইন মেরামত করতে ব্যবহৃত হয়।
4. মরিচা পড়ার একটি আর্থিক ক্ষতি উল্লেখ করাে। কীভাবে মরিচা নিবারণ করা হয় ?
উত্তর : মরিচা পড়লে লােহার জিনিস ক্ষয়প্রাপ্ত হয়। স্থায়িত্ব ও দৃঢ়তা নষ্ট হয়।
নিবারণের উপায় : (i) লােহার গায়ে আলতারা বা তেল রং লাগানাে।
(ii) লােহার ওপর দস্তার প্রলেপ দেওয়া ইত্যাদি।
5. কপারের পাত্র আর্দ্র বায়ুতে রাখলে সবুজ ছােপ পড়ে কেন?
উত্তর : আর্দ্র বায়ুতে কপারকে রেখে দিলে এর ওপর কপার অক্সাইডের আস্তরণ পড়ে, যা বাতাসের O2, CO2, জলীয় বাষ্পের সংস্পর্শে এসে সবুজ বর্ণের ক্ষারীয় কপার কার্বনেটে (CuCO3, Cu(OH)2, পরিণত হয়, আবার SO2, এর উপস্থিতিতে কপার অক্সাইডের আস্তরণ জারিত হয়ে সবুজ বর্ণের ক্ষারকীয় কপার সালফেট [CuSO4, Cu(OH)2] পরিণত হয়।
8Cu + 6H2O+ 2SO2 + 5O2 = 2[CuSO43Cu(OH)]
6. Al বা দস্তার পাত্রে খাবার জিনিস রাখা উচিত নয় কেন?
উত্তর : টক জাতীয় ফল বা আচারে মধ্যে বিভিন্ন জৈব অ্যাসিড থাকে। এই অ্যাসিড Zn বা Alএর সঙ্গে বিক্রিয়ায় বিষাক্ত লবণ তৈরি করে, যা মানবদেহের পক্ষে ক্ষতিকর। তাই Al বা Zn পাত্রে খাবার জিনিস রাখা অনুচিত।
7. কলঙ্কহীন ইস্পাত কাকে বলে এবং কেন?
উত্তর : আর্দ্র বায়ুতে লােহায় মরচে ধরে, কিন্তু ওর সংকর ধাতুর স্টেইনলেস স্টিলে ধরে না। তাই একে কলহীন ইস্পাত বলে।
৪. ‘গ্যালভানাইজেশন কাকে বলে ?
উত্তর : লােহার দ্রব্যের ওপর জিংকের পাতলা প্রলেপ দিয়ে লােহাকে আবহাওয়ার প্রভাবজনিত ক্ষয় থেকে রক্ষা করা অর্থাৎ লােহার ওপরে মরচে পড়াকে রােধ করার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বা জিংক লেপন বলে। লােহার দ্রব্যের ওপর জিংকের এরূপ প্রলেপ দেওয়া থাকলে তাকে গ্যালভানাইড আয়রন বলে।
9. তামা তাপের সুপরিবাহী--এই ধর্মটির ব্যাবহারিক প্রয়ােগ উল্লেখ করাে।
উত্তর : (i) রান্নার বাসনপত্র তৈরিতে তামা ব্যবহৃত হয়। এর ফলে সহজে খাদ্যবস্তুতে তাপ। সরবরাহ করা যায় ও রান্না দ্রুত সম্পন্ন হয়।
(ii) ক্যালােরিমিটার প্রস্তুতিতে তামা ব্যবহৃত হয়। এর সাহায্যে পরীক্ষাধীন বস্তুর দ্বারা | গৃহীত বা বর্জিত তাপ সহজে পরিমাপ করা যায়।
(iii) কলকারখানার বয়লার তৈরিতে তামা ব্যবহূত হয়। তাপের সুপরিবাহী হওয়ায়। বয়লারের জল দ্রুত গরম হয়।
10. লােহার মরচে রােধ করার জন্য জিংক লেপন বা গ্যালভানাইজেশন করা হয়। কেন?
উত্তর : লােহার মরচে রােধ করার জন্য জিঙ্কের প্রলেপ দেওয়ার কারণ হল তড়িৎ রাসায়নিক শ্রেণিতে জিঙ্কের অবস্থান আয়রনের ওপরে। সুতরাং আয়রন অপেক্ষা জিঙ্ক তড়িৎ-ধনাত্মক অর্থাৎ জিঙ্কের জারিত হওয়ার প্রবণতা আয়রন অপেক্ষা বেশি। তাই জিঙ্ক ও আয়রন একত্রে থাকলে বায়ুর অক্সিজেন বা জলীয় বাষ্পের আক্রমণে আয়রনের আগেই জিঙ্ক জারিত হয়। ফলে জিঙ্কের উপস্থিতিতে আয়রন জারণের হাত থেকে রক্ষা পায়। তাই লােহায় মরচে পড়া রােধ করার জন্য জিঙ্ক লেপন বা গ্যালভানাইজেশন করা হয়।
11. সমুদ্রগামী জাহাজের ইস্পাত নির্মিত কাঠামাে বা জলের নীচের পাইপ লাইনের সাথে ম্যাগনেশিয়ামের ব্লক যুক্ত করার কারণ ব্যাখ্যা করাে।
উত্তর : জাহাজের ইস্পাত নির্মিত কাঠামাে বা জলের নীচের পাইপ লাইনের সাথে ম্যাগনেশিয়াম ব্লক যুক্ত করে মরিচা পড়া নিবারণ করা হয়। ম্যাগনেশিয়াম আয়রন অপেক্ষা বেশি ইলেকট্রো পজিটিভ বলে নিজে জারিত হয় এবং আয়রনকে মরিচা পড়া থেকে রক্ষা করে। লবণাক্ত জলে ইস্পাত ও ম্যাগনেশিয়াম একটি তড়িৎকোশ সৃষ্টি করে। এখানে ম্যাগনেশিয়াম অ্যানােডরূপে কাজ করে ও ক্ষয়প্রাপ্ত হয়। আয়রনের ক্যাথােডীয় সংরক্ষণ ঘটে।
ক্যাথােড বিক্রিয়া অ্যানােড বিক্রিয়া
Mg = Mg+2+ 2e 02 + 4H+ + 4e = 2HO2
12. অ্যালুমিনিয়াম পাতে আচার বা চাটনি খাওয়া উচিত নয় কেন?
উত্তর : আচার বা চাটনি জাতীয় খাবারে ভিনিগার মেশানাে হয়। ভিনিগারের মুখ্য উপাদান অ্যাসিটিক অ্যাসিড (CH3COOH) নামক একটি জৈব অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড অ্যালুমিনিয়াম পাত্রের সঙ্গে বিক্রিয়া করে AI ঘটিত লবণ উৎপন্ন করে, যা বিষাক্ত। এর ফলে AI পাতে আচার বা চাটনি খাদ্য হিসাবে গ্রহণ করলে শরীরে বিষক্রিয়া সৃষ্টি হয়। তাই Al পাতে চাটনি বা আচার খাওয়া উচিত নয়।
13. লােহার ‘মরচে পড়া কাকে বলে ? মরচে পড়ার ফলে লােহার জিনিস ক্ষয়প্রাপ্ত হয় কেন?
উত্তর : লােহা বা লােহাজাত দ্রব্যকে আর্দ্র বায়ুতে কিছুদিন খােলা অবস্থায় রেখে দিলে, লােহার ওপর লালচে বাদামি রঙের সােদক ফেরিক অক্সাইড (Fe2O3.xH2O)-এর একটি আস্তরণ পড়ে, একেই লােহায় ‘মরচে পড়া বলে
উৎপন্ন মরচের আয়তন, লােহার আয়তন অপেক্ষা বেশি। তাই মরচে পড়া অংশটি শিথিল হয়ে খসে পড়ে। এর ফলে লােহা ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়।
No comments:
Post a Comment