প্রবাহ
Hi Students.... I am always with you. Your Rahul Sir.
Monday, 17 May 2021
Thursday, 9 July 2020
তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া - অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, SAQ, Short, Descriptive Question and Answer) |
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া - বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর [MCQ]: [প্রতিটি প্রশ্নের মান-1]
1. তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথােডে কী ঘটে?---
[A] জারণ [B] বিজারণ [C] বিয়ােজন [D] সংযােজন
[D] টেট্রাক্লোরাে ইথিলিন
2. যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে বলে---
[A] ভােল্টমিটার [B] গ্যালভানােমিটার [C] ভােল্টমিটার [D] None
[D] টেট্রাক্লোরাে ইথিলিন
3. কোনটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য ?--
[A] H2CO3 [B] NaOH [C] HCOOH [D] NH4OH
[D] টেট্রাক্লোরাে ইথিলিন
4. কোনটির মধ্যে তড়িৎ পরিবহন হয় না?--
[A] তামা [B] গ্যাস কার্বন [C] চিনির দ্রবণ [D] None
[D] টেট্রাক্লোরাে ইথিলিন
5. কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য ?--
[A] CH3COOH [B] NaOH [C] H2SO4 [D] NaCl
[D] টেট্রাক্লোরাে ইথিলিন
6. তড়িৎ লেপনের উদ্দেশ্য হল--
[A] ধাতব বস্তুকে আবহাওয়াজনিত ক্ষয় থেকে রক্ষা করা [B] ধাতব বস্তুর সৌন্দর্য বৃদ্ধিকরা [C] ধাতব বস্তুর ওজন বৃদ্ধি করা [D] A ও B উভয়ই।
[D] A ও B উভয়ই।
7. টিনের চামচের ওপর রুপাের প্রলেপ দেওয়ার সময় অ্যানােড রূপে ব্যবহার করা হয়--
[A] টিনের দণ্ড [B] রুপাের দণ্ড [C] জার্মান সিলভারের দণ্ড [D] টিন ও রুপাে দ্বারা শংকর ধাতু
[B] রুপাের দণ্ড
৪. সিলভার প্লেটিং করতে তড়িৎ বিশ্লেষ্যরূপে নেওয়া হয়।
[A] পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড [B] পটাশিয়াম অরােসায়ানাইড [C] পটাশিয়াম সায়ানাইড [D] পটাশিয়াম নাইট্রোপুসাইড
[A] পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড
9. কঠিন অবস্থায় কোনটি তড়িৎ পরিবহণ করে না--
[A] NaCl [B] PbBr2 [C] বরফ [D] সবকটিই
[D] সবকটিই
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া - শূন্যস্থান প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-1]
1. তড়িৎ বিশ্লেষণ প্রকৃত পক্ষে — বিক্রিয়া।
উত্তর : জারণ-বিজারণ।
2. একটি নিষ্ক্রিয় তড়িদ্বাবের উদাহরণ হল –
উত্তর : প্লাটিনাম।
3. তড়িৎ লেপনের সময় – তড়িৎপ্রবাহ – সময় ধরে চালনা করা উচিত।
উত্তর : অল্পমাত্রায় বেশি।
4. তড়িৎ বিশ্লেষণের জন্য সর্বদা – তড়িৎ ব্যবহার করা অত্যাবশ্যক।
উত্তর : সমপ্রবাহ।
5. সিলভারের প্রলেপ দিতে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্যটি হল -
উত্তর : পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড।
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া - সত্য-মিথ্যা প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-1]
1. টিনের চামচের উপর রুপাের প্রলেপ দেওয়ার সময় অ্যানােড রূপে ব্যবহার করা হয় রুপাের দণ্ড।
উত্তর : সত্য।
2. একটি তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থ হল গ্লবার লবণ।
উত্তর : মিথ্যা।
3. তড়িৎলেপনের সময় অ্যানােড ক্ষয়প্রাপ্ত হয়।
উত্তর : সত্য।
4, একটি সক্রিয় তড়িদ্বারের উদাহরণ হল প্লাটিনাম।
উত্তর : মিথ্যা।
5. একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হল মিউরিয়েটিক অ্যাসিড।
উত্তর : সত্য।
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া - ‘অ’ স্তম্ভের সঙ্গে ‘আ’ স্তম্ভ মেলাও : [ প্রতিটি প্রশ্নের মান-1]
'অ' স্তম্ভ ‘আ' স্তম্ভ
1. তড়িৎ লেপনের উদ্দেশ্য (a) জিংক
2. তড়িৎ বিশ্লেষণে প্রস্তুত নয় (b) কার্বন টেট্রাক্লোরাইড
3. কঠিন অবস্থায় তড়িৎ পরিবহণ করে না (c) স্থায়িত্ব ও সৌন্দর্য বৃদ্ধি
4. তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। (d) বরফ
উত্তর : 1⇒(c) 2⇒(a) 3⇒(d) 4⇒(b)
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া - অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর :[প্রতিটি প্রশ্নের মান-1]
1. সামান্য লবণমিশ্রিত চিনির সরবত কী তড়িৎ পরিবহণ করবে ?
উত্তর : চিনির দ্রবণ তড়িৎ অপরিবাহী হলেও, খাদ্য লবণের দ্রবণ তড়িতের পরিবাহী। তাই এই মিশ্র দ্রবণটি তড়িৎ পরিবহণ করবে।
2. একটি অজৈব তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের নাম লেখাে।
উত্তর : সিলিকা (SiO2) একটি অজৈব তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থ।
3. তড়িতের অপরিবাহী একটি অধাতব কঠিন মৌলিক পদার্থের উদাহরণ দাও।
উত্তর : তড়িতের অপরিবাহী অধাতব কঠিন মৌলিক পদার্থ হল সালফার (S)।
4. পরিবাহী কয় প্রকার ও কী কী?
উত্তর : পরিবাহী তিন প্রকার, যথা--(i) ধাতব পরিবাহী (Au, Cu ইত্যাদি) (i) অধাতব পরিবাহী (গ্রাফাইট)। (ii) তড়িৎ বিশ্লেষ্য (গলিত বা দ্রবীভূত অবস্থায়)।
5. তড়িৎ বিশ্লেষণ যে পাত্রে করা হয়, তার নাম কী?
উত্তর : ভােল্টমিটার।
6. তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ?
উত্তর : তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।
7. একটি জৈব পদার্থের নাম লেখাে যার জলীয় দ্রবণ তড়িতের পরিবাহী?
উত্তর : অ্যাসেটিক অ্যাসিড (CH3COOH) হল এমন একটি জৈব পদার্থ যার জলীয় দ্রবণ তড়িতের পরিবাহী।
8. একটি তড়িৎ কুপরিবাহী পদার্থের উদাহরণ দাও।
উত্তর : তড়িৎ কুপরিবাহী পদার্থ হল ইথানল।
9. জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথােড হিসাবে কোন্ ধাতু ব্যবহার করা হয় ?
উত্তর : ক্যাথােড হিসাবে প্লাটিনাম ধাতু ব্যবহার করা হয়।
10. মৃদু তড়িৎ বিশ্লেষ্য একটি লবণের উদাহরণ দাও।
উত্তর : সােডিয়াম কার্বনেট (Na2Co3) হল মৃদু তড়িৎ বিশ্লেষ্য লবণের উদাহরণ।
11. তড়িৎ বিশ্লেষণের ব্যাবহারিক প্রয়ােগগুলি কী কী?
উত্তর : তড়িৎ বিশ্লেষণের ব্যাবহারিক প্রয়ােগগুলি হল (i) তড়িৎলেপন, (i) তড়িৎ বিশােধন ও (iii) ধাতু নিষ্কাশন।
12. তড়িৎ বিশ্লেষণ কালে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ?
উত্তর : তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।
13. মৃদু তড়িৎবিশ্লেষ্য একটি লবণের উদাহরণ দাও।
উত্তর : সােডিয়াম কার্বনেট (Na2Co3) হল মৃদু তড়িৎবিশ্লেষ্য লবণের উদাহরণ।
14. একটি তরল পদার্থের নাম করাে যা তড়িৎ পরিবহণ করে অথচ তড়িৎ বিশ্লেষ্য নয়।
উত্তর : পারদ হল এমন একটি তরল পদার্থ যা তড়িৎ পরিবহণ করে অথচ তড়িৎ বিশ্লেষ্য নয়।
15. কোনাে ধাতব পদার্থে সােনার প্রলেপ দিতে হলে তড়িৎবিশ্লেষ্য হিসেবে কী ব্যবহার করবে?
উত্তর : এক্ষেত্রে তড়িৎবিশ্লেষ্য হিসেবে পটাশিয়াম অরােসায়ানাইড K[Au(CN)2] এর দ্রবণ ব্যবহার করা হয়।
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া - দীর্ঘ প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-3]
1. তড়িৎ বিশ্লেষ্য বলতে কী বােঝাে? একটি মৃদু ও একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্যের নাম লেখাে।
উত্তর : তড়িৎ বিশ্লেষ্য : যে সমস্ত পদার্থ জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তার ফলে রাসায়নিকভাবে বিশ্লিষ্ট হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে তাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলা হয়।
একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য হল-CH3COOH
একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য হল—-NaOH
একটি তীব্র অবিশ্লেষ্য হল—চিনির দ্রবণ, পারদ।
2. তড়িৎলেপন কাকে বলে? এর উদ্দেশ্য লেখাে।
উত্তর : তড়িৎলেপন : তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কোনাে বেশি সক্রিয় ধাতু বা ধাতু সংকরের (Fe, Cu) ওপর কম সক্রিয় ধাতু (Au, Ag, Ni, Cr)-এর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎলেপন বলা হয়।
উদ্দেশ্য : (i) বস্তুকে আবহাওয়া থেকে রক্ষা করা।
(ii) বস্তুর সৌন্দর্য বাড়িয়ে তােলা।
3. অ্যানােডাইজিং কী? অ্যানােড মাড কী?
উত্তর : অ্যানােডাইজিং : জল, বায়ু ও বিভিন্ন লবণের প্রভাবে Al বা ইহার সংকর ধাতুর তৈরি দ্রব্যের ক্ষয় রােধের জন্য তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে Al2O3 -এর পাতলা প্রলেপ দেওয়াকে অ্যানােডাইজিং বলে।
অ্যানােড মাড : কপার ধাতুর তড়িৎ পরিশােধনের সময় অ্যানােডের নীচে Ag, Pt, Au, Rh ইত্যাদি অশুদ্ধি কাদার আকারে জমা হয়। একে অ্যানােড মাড বা অ্যানােড কাদা বলে। অ্যানােড মাড থেকে ওই মূল্যবান ধাতুকে সংগ্রহ করা হয়।
4. “তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে তড়িৎ বিশ্লেষ্যের রাসায়নিক পরিবর্তন ঘটে” ব্যাখ্যা করাে।
উত্তর : গলিত বা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্য পদার্থগুলি আয়নে বিয়ােজিত হয়। এই অবস্থায় তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে ক্যাটায়নগুলি ক্যাথােডে গিয়ে উপযুক্ত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে এবং অ্যানায়নগুলি অ্যানােডে গিয়ে ইলেকট্রন ত্যাগ করে প্রশম পরমাণু বা মুলকে পরিণত হয়। এভাবে ক্যাথােডে ও অ্যানােডে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় যাদের ধর্ম তড়িৎ বিশ্লেষ্যের ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা। সুতরাং তড়িৎ বিশ্লেষ্যের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের ফলে রাসায়নিক পরিবর্তন ঘটে। যেমন অ্যাসিড মিশ্রিত জলের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ পাঠালে ক্যাথােডে হাইড্রোজেন গ্যাস ও অ্যানােডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়, যাদের ধর্ম জলের ধর্ম থেকে সম্পূর্ণ পৃথক।
5. তড়িৎ বিয়ােজন কাকে বলে? উদাহরণ দাও।
উত্তর : বিগলিত কিংবা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় তড়িৎবিশ্লেষ্য পদার্থগুলি স্বতঃস্ফূর্তভাবে আংশিক বা সম্পূর্ণরূপে বিয়ােজিত হয়ে ক্যাটায়ন ও অ্যানায়ন উৎপন্ন করে। এই ঘটনাকে তড়িৎ বিয়ােজন বলে।
উদাহরণ : NaCl যৌগটি বিগলিত কিংবা জলে দ্রবীভূত অবস্থায় বিয়ােজিত হয়ে Na+ ও Cl- আয়ন মুক্ত করে। NaCl (গলিত বা দ্রবীভূত) = Na+ + Cl-।
রাসায়নিক বন্ধন - অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, SAQ, Short, Descriptive Question and Answer) |
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | রাসায়নিক বন্ধন - বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর [MCQ] : [প্রতিটি প্রশ্নের মান-1]
1. কোনটিতে সমযােজী বন্ধন বর্তমান ?
[A] HCl [B] NaCl [C] LiH [D] CaO
[A] HCl
2. কোনটির মধ্যে সমযােজী, আয়নীয় ও অসমযােজী তিনটি বন্ধন আছে ?
[A] H2O [B] KCl [C] NH4Cl (D] CO2
[C] NH4Cl
3.N2 অণুতে সমযােজী বন্ধনের সংখ্যা-
[A] 1 [B] 2 [C] 3 [D] 4
[C] 3
4. প্রদত্ত কোটি আয়নীয় যৌগ?---
[A] HCl [B] CH4 [C] NH3 [D] MgCl2
[D] MgCl
5. জলে অদ্রাব্য সমযােজী যৌগ হল--
[A] বেঞ্জিন [B] চিনি [C] ইউরিয়া [D] CH3OH
[A] বেঞ্জিন
6, দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এরূপ একটি তড়িৎযােজী যৌগ হল---
[A] খাদ্যলবণ [B] জল [C] চিনি [D] কেরােসিন
[A] খাদ্যলবণ
7. নীচের কোন মৌলটি তড়িৎযােজী ও সমযােজী দু’প্রকার বন্ধন গঠনে সক্ষম?
[A] H [B]C [C] F [D] Ne
[C] F
8. কোনটির গলনাঙ্ক সবচেয়ে বেশি ?
[A] চিনি [B] ন্যাপথলিন [C] মােম [D] NaCl
[D] NaCl
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | রাসায়নিক বন্ধন - শূন্যস্থান প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-1]
1. বিজ্ঞানী সমযােজী বন্ধনের মডেল উপস্থাপন করেন।
উত্তর : গিলবার্ট নিউটন লুইস।
2. মৌলের সমযােজ্যতা পরিমাপ করা হয় গঠিত – সংখ্যার দ্বারা।
উত্তর : ইলেকট্রন-জোড়।
3. কোনাে পরমাণু ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে আয়নে পরিণত হয়ে– লাভ করে ।
উত্তর : সুস্থিতি।
4. একই প্রকারের এটি বন্ধন আছে এমন সমযােজী পদার্থের উদাহরণ হল -
উত্তর : মিথেন।
5. আয়নীর যৌগের ক্ষেত্রে — দ্বারা ওজন পরিমাপ করা যায়।
উত্তর : সকেত ওজন।
সত্য-মিথ্যা প্রশ্নোত্তর : [ প্রতিটি প্রশ্নের মান-1]
1. তড়িৎ পরিবহণে অক্ষম C6H12O6।
উত্তর : সত্য।
2. কার্বনে একাধিক যােজ্যতা দেখা যায়।
উত্তর : মিথ্যা।
3. একটি পােলার দ্রাবকের উদাহরণ হল বেনি।
উত্তর : মিথ্যা।
4. আয়নীয় বন্ধনের ধারনা দেন বিজ্ঞানী কোসেল।
উত্তর : সত্য।
5. দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এরূপ একটি তড়িৎযােজী যৌগ হল খাদ্যলবণ।
উত্তর : সত্য।
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | রাসায়নিক বন্ধন - ‘অ’ স্তম্ভের সঙ্গে ‘আ’ স্তম্ভ মেলাও : [ প্রতিটি প্রশ্নের মান-1]
'অ' স্তম্ভ ‘আ' স্তম্ভ
1. জলে অদ্রাব্য। (a) NaCl
2. পােলার দ্রাবক (b) C6H6
3. তড়িৎ যােজী যৌগ (c) H2O
4. অধ্রুবীয় দ্রাবক (d) CHCl2
উত্তর : 1⇒(d) 2⇒(c) 3⇒(a) 4⇒(b)
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | রাসায়নিক বন্ধন - সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-2]
2. প্রাত্যহিক জীবনে ব্যবহূত হয় এমন একটি সমযােজী ও তড়িৎযােজী যৌগের নাম ও সংকেত লেখাে।
উত্তর : সমযােজী যৌগজল (H2O)। তড়িৎযােজী যৌগ—NaCl (সােডিয়াম ক্লোরাইড)।
3. Na ও Na+ এর মধ্যে কোনটি বেশি সুথিত ও কেন ?
উত্তর : Na+ বেশি সুস্থিত। কারণ Na+ নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতাে ইলেকট্রন বিন্যাস লাভ করেছে (2, 8)।
4. কঠিন Nad তড়িৎ পরিবহন করে না কেন?
উত্তর : কঠিন NaCl-এ আয়নের অস্তিত্ব থাকলেও বিপরীত আধানগ্ৰস্ত আয়নগুলির তীব্র আকর্ষণ বলের কারণে আয়নগুলি গতিহীন থাকে। কিন্তু গলিত অবস্থায় দ্রাবকের প্রভাবে আয়নগুলি উপাদান আয়নে বিভাজিত হয়ে কেলাস থেকে বিচ্ছিন্ন হয় ও সচল হয়, সেই কারণে কঠিন NaCl তড়িৎ পরিবহন করে না।
5. আয়নীয় যৌগের ক্ষেত্রে সংকেত ওজন যথাযথ কেন?
উত্তর : নির্দিষ্ট সংকেত যুক্ত যে কোনাে পদার্থের ক্ষেত্রে সংকেত ভর কথাটি প্রযােজ্য, কিন্তু যেসব পদার্থের অণুর পৃথক অস্তিত্ব আছে কেবল তাদের ক্ষেত্রেই আণবিক ভর শব্দটি প্রযােজ্য। NaCl-এর পৃথক কোন অণুর অস্তিত্ব না থাকার জন্য এক্ষেত্রে সংকেত ভর কথাটি অধিক যথাযত।
6. রাসায়নিক বন্ধন কাকে বলে ?
উত্তর : যােজ্যতা কক্ষে ইলেকট্রন গ্রহণ অথবা যােজ্যতা কক্ষ থেকে ইলেকট্রন বর্জন অথবা ইলেকট্রন-জোড় গঠনের মাধ্যমে পরস্পরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী পরমাণুগুলির সর্ববহিঃস্থ কক্ষে নিকটতম নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জনের ফলে যে আকর্ষণ বলের সৃষ্টি হয় তাকে রাসায়নিক বন্ধন বলে।
7. অষ্টক সূত্র কাকে বলে ?
উত্তর : রাসায়নিকভাবে সুস্থিত হওয়ার জন্য বিভিন্ন মৌলের পরমাণু তাঁদের যােজ্যতীকক্ষে ইলেকট্রন গ্রহণ বা যােজ্যতা কক্ষ থেকে ইলেকট্রন বর্জন বা ইলেকট্রন-জোড় গঠনের মাধ্যমে নিকটবর্তী নিষ্ক্রিয় মৌলের পরমাণুর ইলেকট্রন-বিন্যাস লাভের প্রবণতা দেখায়। মৌলসমূহের পরমাণুগুলির সর্ববহিঃস্থ ইলেকট্রনীয় কক্ষের অষ্টক পূর্ণ করার স্বাভাবিক প্রবণতাকে অষ্টক সূত্র বলে।
পর্যায় সারণী - অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, SAQ, Short, Descriptive Question and Answer) |
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | পর্যায় সারণী - বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর [MCQ] : [প্রতিটি প্রশ্নের মান 1]
1. কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক___
[A] K [B] H [C] Li [D] Na
[A] K
2. কোন্ হ্যালােজেনটির তড়িৎ-ঋণাত্মকতা সবচেয়ে কম ?___
[A] F [B] Cl2 [C] Br [D] I
[D] I
3. পর্যায় সারণিতে শেষ প্রাকৃতিক মৌল কোনটি___
[A] বেরিয়াম [B] থােরিয়াম [C] বেদ্রিরাম [D] ইউরেনিয়াম
[D] ইউরেনিয়াম
4. একাধিক যােজ্যতা দেখা যায় কোন্ ধাতুর ?___
[A] ক্ষার ধাতু [B] ক্ষারীয় মৃত্তিকা ধাতু [C] হ্যালােজেন [D] None
[B] ক্ষারীয় মৃত্তিকা ধাতু
5. রাসায়নিক ধর্ম নির্ভর করে মৌলের___
[A] পারমাণবিক ভর [B] পারমাণবিক সংখ্যা। [C] ভরসংখ্যা। [D] নিউটন।
[A] পারমাণবিক ভর
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | পর্যায় সারণী - শূন্যস্থান প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-1]
1. সন্ধিগত মৌলের যােজ্যতা থাকে।
উত্তর : একাধিক
2. মুদ্রা ধাতুগুলি পর্যায় সারণিতে শ্রেণিতে অবস্থিত।
উত্তর : 1B
3. মেন্ডেলিফের পর্যায় সারণির একা সিলিকন নামক মৌলটি হল -
উত্তর : জার্মেনিয়াম।
4. সর্বশেষ পর্যায় সারণিতে _ টি স্বীকৃত মৌল আছে।
উত্তর : 118টি।
5. কোনাে পর্যায়ের – মৌলের বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি।
উত্তর : ক্ষার ধাতু।
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | পর্যায় সারণী - সত্য-মিথ্যা প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান 1]
1. এয়ী সূত্রের উদ্ভাবন করেন বিজ্ঞানী ডালটন।
উত্তর : মিথ্যা।
2. আধুনিক পর্যায়-সূত্রের ভিত্তি হল মৌলের পরমাণু-ক্রমাঙ্ক।
উত্তর : সত্য।
3. বেরিলিয়াম মৌলটির আকার সবচেয়ে ক্ষুদ্রতম।
উত্তর : সত্য।
4. বিরল মৃত্তিকা ধাতুর প্রথম মৌলটি হল সিরিয়াম।
উত্তর : মিথ্যা।
5. সন্ধিগত মৌলে পরিবর্তনশীল যােজ্যতা দেখা যায়।
উত্তর : সত্য।
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | পর্যায় সারণী - ‘অ’ স্তম্ভের সঙ্গে ‘আ’ স্তম্ভ মেলাও : [ প্রতিটি প্রশ্নের মান-1]
'অ' স্তম্ভ ‘আ' স্তম্ভ
1. চকচকে কঠিন ধাতু (a) ব্রোমিন
2. সবচেয়ে হালকা ধাতু (b) পারদ
3. তরল অধাতু (c) আয়ােডিন
4. তরল ধাতু (d) লিথিয়াম
উত্তর : 1⇒(c) 2⇒(d) 3⇒(a) 4⇒(b)
'অ' স্তম্ভ ‘আ' স্তম্ভ
1. তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল (a) ব্রোমিন
2. দুষ্ট মৌল (b) বেরিলিয়াম
3. হ্যালজেন মৌল (c) রেডন
4. হালকা ক্ষারীয় মৃত্তিকা (d) হাইড্রোজেন
উত্তর : 1⇒(c) 2 ⇒(d) 3⇒(a) 4⇒(b)
দীর্ঘ প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান 3]
1. মেন্ডেলিফের পর্যায় সূত্রের সংশােধিত রূপটি লেখাে। এই সারণিতে শ্রেণি ও পর্যায়ের সংখ্যা কত?
উত্তর : বিভিন্ন মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্ম মৌলগুলির পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী পুনরাবৃত্ত হয়। পর্যায় সংখ্যা = 7 ও শ্রেণি সংখ্যা = 9টি।
2. A, B, C মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, ৪ ও 10 Cহল নিষ্ক্রিয় মৌল। (i) কোনটি অপরা তড়িৎধর্মিতা সবচেয়ে বেশি ? (ii) কার পরমাণুর আকার সবচেয়ে কম? (ii) B মৌলটি মেন্ডেলিফের পর্যায় সারণির অবস্থান লেখাে।
উত্তর : A →6 → K(2), L(4)
B → ৪ → (K2), L(6)
C → 10 → (K2), L(8)
(i) পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে অপরা তড়িৎধর্মিতা বাড়ে। সুতরাং B- এর অপরা তড়িৎধর্মিতা বেশি।
(ii) পর্যায় বরাবর বাম থেকে ডানদিকে গেলে পরমাণুর আকার কমে। .:. B-এর পরমাণুর আকাঁর সবচেয়ে কম।
(iii) B এর অবস্থান : পর্যায় সংখ্যা = 2; শ্রেণি সংখ্যা = 6।
3. মৌলের পর্যাবৃত্ত ধর্ম কী? পর্যাবৃত্ত নয় এমন একটি ধর্মের উদাহরণ দাও।
উত্তর : পর্যাবৃত্ত ধর্ম : মৌল সমূহের বিভিন্ন ভৌত ও রাসায়নিক ধর্মের পর্যায়ক্রমিক পুনরাবৃত্তিকে ধর্মের পর্যায় বৃত্ততা বা পর্যাবৃত্ত ধর্ম বলা হয়। পর্যাবৃত্ত নয় এমন ধর্ম হল তেজস্ক্রিয়তা।
4. আদর্শ বা প্রতিনিধি মৌল এবং হ্যালােজেন মৌল বলতে কী বােঝায় উদাহরণ সহ লেখাে।
উত্তর : আদর্শ মৌল : যে সমস্ত মৌলের পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষ ছাড়া অন্য সব কক্ষেই সম্ভাব্য সর্বোচ্চ সংখ্যায় ইলেকট্রন থাকে তাদের আদর্শ মৌল বলা হয়। 1, 2 এবং 13-17নং শ্রেণির মৌলগুলি এই ধরনের মৌল।
হ্যালােজেন মৌল : আধুনিক দীর্ঘ পর্যায় সারণির 17নং শ্রেণির ফুডরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়ােডিন ও অ্যাস্টাটিন মৌল পাঁচটিকে হ্যালােজেন মৌল বলে। হ্যালােজেন কথার অর্থ লবণ উৎপাদক। এই মৌলগুলি লবণ উৎপাদন করতে পারে তাই এদের হ্যালােজেন মৌল বলে।
5. তড়িৎ ঋনাত্মকতা বলতে কী বােঝাে? পর্যায় ও শ্রেণি বরাবর এটি কীভাবে পরিবর্তিত হয় ?
উত্তর : তড়িৎ ঋণাত্মকতা : অন্য কোনাে মৌলের পরমাণুর সঙ্গে সমযােজী বন্ধনে আবদ্ধ অবস্থায়, বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে কোনাে মৌলের পরমাণুর নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা বা প্রবণতাকে মৌলটির তড়িৎ ঋণাত্মকতা বলে।
পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। শ্রেণি বরাবর ওপর থেকে নীচে গেলে তড়িড়ৎ ঋণাত্মকতা হ্রাস পায়।
6. পর্যায় সারণির আয়নন বিভবের মান পর্যায় বরাবর কীভাবে পরিবর্তিত হয় ? ব্যাখ্যা দাও।
উত্তর : পর্যায় সারণির বাঁদিক থেকে ডানদিকে অগ্রসর হলে পরমাণুর কেন্দ্রের নিউক্লিয়াসে একটি প্রােটন বা পজিটিভ চার্জ বৃদ্ধি পায়। কিন্তু ইলেকট্রনগুলি একই কক্ষে যুক্ত হওয়ায় সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলির প্রতি কেন্দ্রের আকর্ষণ বলও বৃদ্ধি পায়। ফলে পরমাণুর আকার (ব্যাসার্ধ) উল্লেখযােগ্যভাবে হ্রাস পায়। এর ফলে বাইরের | ইলেকট্রনগুলি আরও বেশি শক্তিতে কেন্দ্রের দিকে আকর্ষিত হয় ও বাইরের ইলেকট্রনগুলি অপসারণ করতে অনেক বেশি শক্তির প্রয়ােজন হয়। ফলে আয়নন শক্তির (বিভবের) মানও বৃদ্ধি পায়।
7. হাইড্রোজেনকে ‘দুষ্ট মৌল’ বলা হয় কেন?
উত্তর : ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে মৌলগুলিকে পর্যায় সারণিতে সাজাতে গিয়ে মেন্ডেলিফ লক্ষ করেন যে, 1A শ্রেণির ক্ষার ধাতুগুলির সঙ্গে হাইড্রোজেনের ধর্মের যেমন বেশ কিছু সাদৃশ্য আছে, তেমনই VIIB শ্রেণির হ্যালােজেন মৌলগুলির ধর্মের সঙ্গেও এর কিছু সাদৃশ্য আছে। তাই হাইড্রোজেনকে 1A ও VIIB উভয় শ্রেণিতেই স্থান দেওয়া যায়। পর্যায়-সারণিতে হাইড্রোজেনের সঠিক অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে মেন্ডেলিফ বেশ কিছু অসুবিধার সম্মুখীন হন বলে হাইড্রোজেনকে তিনি ‘দুষ্টু মৌল’ নামে অভিহিত করেন।
Sunday, 5 July 2020
পরমাণুর নিউক্লিয়াস - অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, SAQ, Short, Descriptive Question and Answer) |
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | পর্যায় সারণী - বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর [MCQ] : [প্রতিটি প্রশ্নের মান 1]
1. কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক___
[A] K [B] H [C] Li [D] Na
[A] K
2. কোন্ হ্যালােজেনটির তড়িৎ-ঋণাত্মকতা সবচেয়ে কম ?___
[A] F [B] Cl2 [C] Br [D] I
[D] I
3. পর্যায় সারণিতে শেষ প্রাকৃতিক মৌল কোনটি___
[A] বেরিয়াম [B] থােরিয়াম [C] বেদ্রিরাম [D] ইউরেনিয়াম
[D] ইউরেনিয়াম
4. একাধিক যােজ্যতা দেখা যায় কোন্ ধাতুর ?___
[A] ক্ষার ধাতু [B] ক্ষারীয় মৃত্তিকা ধাতু [C] হ্যালােজেন [D] None
[B] ক্ষারীয় মৃত্তিকা ধাতু
5. রাসায়নিক ধর্ম নির্ভর করে মৌলের___
[A] পারমাণবিক ভর [B] পারমাণবিক সংখ্যা। [C] ভরসংখ্যা। [D] নিউটন।
[A] পারমাণবিক ভর
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | পর্যায় সারণী - শূন্যস্থান প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-1]
1. সন্ধিগত মৌলের যােজ্যতা থাকে।
উত্তর : একাধিক
2. মুদ্রা ধাতুগুলি পর্যায় সারণিতে শ্রেণিতে অবস্থিত।
উত্তর : 1B
3. মেন্ডেলিফের পর্যায় সারণির একা সিলিকন নামক মৌলটি হল -
উত্তর : জার্মেনিয়াম।
4. সর্বশেষ পর্যায় সারণিতে _ টি স্বীকৃত মৌল আছে।
উত্তর : 118টি।
5. কোনাে পর্যায়ের – মৌলের বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি।
উত্তর : ক্ষার ধাতু।
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | পর্যায় সারণী - সত্য-মিথ্যা প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান 1]
1. এয়ী সূত্রের উদ্ভাবন করেন বিজ্ঞানী ডালটন।
উত্তর : মিথ্যা।
2. আধুনিক পর্যায়-সূত্রের ভিত্তি হল মৌলের পরমাণু-ক্রমাঙ্ক।
উত্তর : সত্য।
3. বেরিলিয়াম মৌলটির আকার সবচেয়ে ক্ষুদ্রতম।
উত্তর : সত্য।
4. বিরল মৃত্তিকা ধাতুর প্রথম মৌলটি হল সিরিয়াম।
উত্তর : মিথ্যা।
5. সন্ধিগত মৌলে পরিবর্তনশীল যােজ্যতা দেখা যায়।
উত্তর : সত্য।
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | পর্যায় সারণী - ‘অ’ স্তম্ভের সঙ্গে ‘আ’ স্তম্ভ মেলাও : [ প্রতিটি প্রশ্নের মান-1]
'অ' স্তম্ভ ‘আ' স্তম্ভ
1. চকচকে কঠিন ধাতু (a) ব্রোমিন
2. সবচেয়ে হালকা ধাতু (b) পারদ
3. তরল অধাতু (c) আয়ােডিন
4. তরল ধাতু (d) লিথিয়াম
উত্তর : 1⇒(c) 2⇒(d) 3⇒(a) 4⇒(b)
'অ' স্তম্ভ ‘আ' স্তম্ভ
1. তেজস্ক্রিয় নিষ্ক্রিয় মৌল (a) ব্রোমিন
2. দুষ্ট মৌল (b) বেরিলিয়াম
3. হ্যালজেন মৌল (c) রেডন
4. হালকা ক্ষারীয় মৃত্তিকা (d) হাইড্রোজেন
উত্তর : 1⇒(c) 2 ⇒(d) 3⇒(a) 4⇒(b)
দীর্ঘ প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান 3]
1. মেন্ডেলিফের পর্যায় সূত্রের সংশােধিত রূপটি লেখাে। এই সারণিতে শ্রেণি ও পর্যায়ের সংখ্যা কত?
উত্তর : বিভিন্ন মৌলগুলির ভৌত ও রাসায়নিক ধর্ম মৌলগুলির পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী পুনরাবৃত্ত হয়। পর্যায় সংখ্যা = 7 ও শ্রেণি সংখ্যা = 9টি।
2. A, B, C মৌলগুলির পারমাণবিক সংখ্যা যথাক্রমে 6, ৪ ও 10 Cহল নিষ্ক্রিয় মৌল। (i) কোনটি অপরা তড়িৎধর্মিতা সবচেয়ে বেশি ? (ii) কার পরমাণুর আকার সবচেয়ে কম? (ii) B মৌলটি মেন্ডেলিফের পর্যায় সারণির অবস্থান লেখাে।
উত্তর : A →6 → K(2), L(4)
B → ৪ → (K2), L(6)
C → 10 → (K2), L(8)
(i) পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে অপরা তড়িৎধর্মিতা বাড়ে। সুতরাং B- এর অপরা তড়িৎধর্মিতা বেশি।
(ii) পর্যায় বরাবর বাম থেকে ডানদিকে গেলে পরমাণুর আকার কমে। .:. B-এর পরমাণুর আকাঁর সবচেয়ে কম।
(iii) B এর অবস্থান : পর্যায় সংখ্যা = 2; শ্রেণি সংখ্যা = 6।
3. মৌলের পর্যাবৃত্ত ধর্ম কী? পর্যাবৃত্ত নয় এমন একটি ধর্মের উদাহরণ দাও।
উত্তর : পর্যাবৃত্ত ধর্ম : মৌল সমূহের বিভিন্ন ভৌত ও রাসায়নিক ধর্মের পর্যায়ক্রমিক পুনরাবৃত্তিকে ধর্মের পর্যায় বৃত্ততা বা পর্যাবৃত্ত ধর্ম বলা হয়। পর্যাবৃত্ত নয় এমন ধর্ম হল তেজস্ক্রিয়তা।
4. আদর্শ বা প্রতিনিধি মৌল এবং হ্যালােজেন মৌল বলতে কী বােঝায় উদাহরণ সহ লেখাে।
উত্তর : আদর্শ মৌল : যে সমস্ত মৌলের পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষ ছাড়া অন্য সব কক্ষেই সম্ভাব্য সর্বোচ্চ সংখ্যায় ইলেকট্রন থাকে তাদের আদর্শ মৌল বলা হয়। 1, 2 এবং 13-17নং শ্রেণির মৌলগুলি এই ধরনের মৌল।
হ্যালােজেন মৌল : আধুনিক দীর্ঘ পর্যায় সারণির 17নং শ্রেণির ফুডরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়ােডিন ও অ্যাস্টাটিন মৌল পাঁচটিকে হ্যালােজেন মৌল বলে। হ্যালােজেন কথার অর্থ লবণ উৎপাদক। এই মৌলগুলি লবণ উৎপাদন করতে পারে তাই এদের হ্যালােজেন মৌল বলে।
5. তড়িৎ ঋনাত্মকতা বলতে কী বােঝাে? পর্যায় ও শ্রেণি বরাবর এটি কীভাবে পরিবর্তিত হয় ?
উত্তর : তড়িৎ ঋণাত্মকতা : অন্য কোনাে মৌলের পরমাণুর সঙ্গে সমযােজী বন্ধনে আবদ্ধ অবস্থায়, বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে কোনাে মৌলের পরমাণুর নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা বা প্রবণতাকে মৌলটির তড়িৎ ঋণাত্মকতা বলে।
পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। শ্রেণি বরাবর ওপর থেকে নীচে গেলে তড়িড়ৎ ঋণাত্মকতা হ্রাস পায়।
6. পর্যায় সারণির আয়নন বিভবের মান পর্যায় বরাবর কীভাবে পরিবর্তিত হয় ? ব্যাখ্যা দাও।
উত্তর : পর্যায় সারণির বাঁদিক থেকে ডানদিকে অগ্রসর হলে পরমাণুর কেন্দ্রের নিউক্লিয়াসে একটি প্রােটন বা পজিটিভ চার্জ বৃদ্ধি পায়। কিন্তু ইলেকট্রনগুলি একই কক্ষে যুক্ত হওয়ায় সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলির প্রতি কেন্দ্রের আকর্ষণ বলও বৃদ্ধি পায়। ফলে পরমাণুর আকার (ব্যাসার্ধ) উল্লেখযােগ্যভাবে হ্রাস পায়। এর ফলে বাইরের | ইলেকট্রনগুলি আরও বেশি শক্তিতে কেন্দ্রের দিকে আকর্ষিত হয় ও বাইরের ইলেকট্রনগুলি অপসারণ করতে অনেক বেশি শক্তির প্রয়ােজন হয়। ফলে আয়নন শক্তির (বিভবের) মানও বৃদ্ধি পায়।
7. হাইড্রোজেনকে ‘দুষ্ট মৌল’ বলা হয় কেন?
উত্তর : ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে মৌলগুলিকে পর্যায় সারণিতে সাজাতে গিয়ে মেন্ডেলিফ লক্ষ করেন যে, 1A শ্রেণির ক্ষার ধাতুগুলির সঙ্গে হাইড্রোজেনের ধর্মের যেমন বেশ কিছু সাদৃশ্য আছে, তেমনই VIIB শ্রেণির হ্যালােজেন মৌলগুলির ধর্মের সঙ্গেও এর কিছু সাদৃশ্য আছে। তাই হাইড্রোজেনকে 1A ও VIIB উভয় শ্রেণিতেই স্থান দেওয়া যায়। পর্যায়-সারণিতে হাইড্রোজেনের সঠিক অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে মেন্ডেলিফ বেশ কিছু অসুবিধার সম্মুখীন হন বলে হাইড্রোজেনকে তিনি ‘দুষ্টু মৌল’ নামে অভিহিত করেন।
Saturday, 4 July 2020
আলো - অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, SAQ, Short, Descriptive Question and Answer) |
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | আলো - বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর [MCQ] : [প্রতিটি প্রশ্নের মান-1]
1. সমতল দর্পণে কোন রশ্মি লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণ-
[A] 0° [B] 30° [C] 90° [D] 45°
[A] 0°
2. প্রতিসরাঙ্ক রং কোন্ বর্ণের -
[A] সবুজ [B] লাল [C] হলুদ [D] বেগুনী
[B] লাল
3. ক্যামেরায় গঠিত প্রতিবিম্ব-
[A] সদ ও অবশীর্ষ [B] অসদ ও অশীর্ষ [C] Both [D] none
[A] সদ ও অবশীর্ষ
4. লাল বর্ণের বেগ ও বেগুনি বর্ণের বেগ হলে—
[A] Cr < Cv [B] Cr = Cv [C] Cr >Cv [D] None
[C] Cr >Cv
5. বিচ্ছুরণ ঘটে কোন আলাের--
[A] লাল [B] কাঁলাে [C] হলুদ [D] সাদা
[D] সাদা
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | আলো - শূন্যস্থান প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-1]
1. চোখের —— অংশে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়।
উত্তর : রেটিনা।
2. প্রতিসরণের ক্ষেত্রে চুতি কোণের মান সর্বোচ্চ হয় যখন, আপতন কোণের মান হয় —— ।
উত্তর : 90°
3. প্রিজমে —— বর্ণের আলাের চ্যুতি সর্বাধিক হয়।
উত্তর : বেগুনি।
4. দীর্ঘ দৃষ্টিজনিত ত্রুটি দূর করার জন্য —— লেন্স ব্যবহার হয়।
উত্তর : উত্তল লেন্স।
5. অল্প দৃষ্টিজনিত ত্রুটি দূর করার জন্য —— লেন্স ব্যবহার হয়।
উত্তর : অবতল লেন্স।
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | আলো - সত্য-মিথ্যা প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-1]
1. প্রতিসারঙ্ক একক ও মাত্রাহীন রাশি।
উত্তর : সত্য।
2. বস্তুর অসমান আকারের সবিম্ব অবতল দর্পণ সৃষ্টি করে।
উত্তর : মিথ্যা।
3. আলােক তরঙ্গে হল তড়িৎচুম্বকীয় তীর্যক তরঙ্গ।
উত্তর : সত্য।
4. লেখচিত্রের প্রকৃতি হবে বর্গাকার পরাবৃত্ত।
উত্তর : মিথ্যা।
5. প্রিজমের প্রতিসারক তল হয় দুইটি।
উত্তর : সত্য।
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | আলো - ‘অ’ স্তম্ভের সঙ্গে ‘আ’ স্তম্ভ মেলাও : [ প্রতিটি প্রশ্নের মান-1]
'অ' স্তম্ভ ‘আ' স্তম্ভ
1. মরিচীকা (a) অধিবৃত্তীয় দর্পণ
2. অসদবস্তু (b) একটি
3. লেন্সে আলােক কেন্দ্রের সংখ্যা (c) অভিসারি রশ্মিগুচ্ছ
4. সার্চলাইট (d) আলাের আভ্যন্তরীন প্রতিফলন
উত্তর : 1⇒(d) 2⇒(c) 3⇒(b) 4⇒(a)
'অ' স্তম্ভ ‘আ' স্তম্ভ
1. অস্ত রবির রক্ত রাগ (a) আলাের বিচ্ছুরণ।
2. সরল অণুবীক্ষণ যন্ত্র (b) দন্ত চিকিৎসক
3. রামধনু (c) আলাের বিক্ষেপণ
4. অবতল দর্পণ (d) উত্তল লেন্স
উত্তর : 1⇒(c) 2 ⇒(d) 3⇒(a) 4⇒(b)
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | আলো - অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান 1]
1. শূন্যস্থানে আলাের বেগ কত?
উত্তর : শূন্যস্থানে আলাের বেগ 3 × 108 m/s
2. দিনেরবেলায় আকাশ নীল দেখায় আলাের কোন ধর্মের জন্য?
উত্তর : দিনেরবেলায় আকাশ নীল দেখায় আলোর বিক্ষেপণের জন্য।
3. অবতল দর্পণ কখন একটি বস্তুর অসদবিন্দু গঠন করে ?
উত্তর : কোনাে বস্তু অবতল দর্পণের মেরু ও ফোকাসের মধ্যে থাকলে বস্তুর অসদবিম্ব গঠন করে।
4. অবতল দর্পণ কখন একটি বস্তুর সদবিম্ব গঠন করে ?
উত্তর : কোনাে বস্তু অবতল দর্পণের ফোকাস থেকে দূরে থাকলে বা বস্তু দূরত্ব ফোকাস দূরত্ব অপেক্ষা বেশি হলে সদবিম্ব গঠিত হয়।
5. উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তালের সামনে না পিছনে অবস্থিত ?
উত্তর : উত্তল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তলের পিছনে অবস্থিত।
6. অবতল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তালের সামনে না পিছনে অবস্থিত ?
উত্তর : অবতল দর্পণের বক্রতা কেন্দ্র প্রতিফলক তালের সামনে অবস্থিত।
7. গাড়ির চালক রিয়ারভিউ ফাইন্ডার রূপে কোন দর্পণের সাহায্য নেয় ?
উত্তর : উত্তল দর্পণ
৪. মােটর গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় ?
উত্তর : মােটর গাড়ির হেডলাইট অবতল দর্পণ ব্যবহার করা হয়।
9. বিবর্ধক কাচ হিসাবে কোন্ ধরনের লেন্স ব্যবহার করা হয় ?
উত্তর : বিবর্ধক কাচ হিসাবে উত্তল লেন্স ব্যবহার করা হয়।
10. দন্ত চিকিৎসকের দর্পণ কী প্রকৃতির ?
উত্তর : দন্ত চিকিৎসকের দর্পণের প্রকৃতি হল অবতল।
11. কোনাে আলােকরশ্মির প্রতিসরণে আপতন কোণ 60° ও প্রতিসরণ কোণ 45° হলে চ্যুতিকোণ কত?
উত্তর : চ্যুতিকোণ = (60° - 45°) = 15°
12. আয়তাকার কাচের স্লাবে কোন আলােকরশ্মি আপতিত হলে আপতিত রশ্মি ও নির্গম রশ্মির মধ্যে চুতিকোণ কত?
উত্তর : এক্ষেত্রে চ্যুতিকোণ 0°।
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | আলো - সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-2]
1. মােটর গাড়ির ভিউফাইন্ডারে উত্তল দর্পণ লাগানাে হয় কেন ?
উত্তর : মােটর গাড়ি বা অন্যান্য যানবাহনের চালক পিছনের যানবাহনকে দেখতে উত্তল দর্পণ ব্যবহার করেন যাকে Rear view finder বলা হয়। উত্তল দর্পণে কোনাে বস্তুর অস, সমশীর্ষ ও খর্বাকৃতি প্রতিবিম্ব গঠিত হয়। ফলে চালক পিছনের বহু সংখ্যক গাড়ির ছােটো ও সোজা প্রতিবিম্ব দেখতে পায় ও গাড়ি চালাতে সুবিধা হয়।
2. প্রতিসরাঙ্ক বলতে কী বােঝায়?
উত্তর : আলােকরশ্মি প্রতিসরণের সময় আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত ধ্রুবক হয়, যাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমে প্রতিসরাঙ্ক বলে।
প্রতিসরাঙ্ক, μ =
sin i
sin r
3. উত্তল লেন্সের ফোকাস ও ফোকাস দূরত্ব কাকে বলে?
উত্তর : ফোকাস : সমান্তরাল রশ্মিগুচ্ছ উত্তললেন্সে প্রতিসরণের পর প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে মিলিত হয় তাকে লেন্সটির ফোকাস বা মুখ্য ফোকাস বলে।
ফোকাস দূরত্ব : আলােক কেন্দ্র ও ফোকাসের দূরত্বকে ফোকাস দূরত্ব বলা হয়।
4, লেন্সের ক্ষমতা কাকে বলে ? একক কী?
উত্তর : লেন্সের ক্ষমতা : কোনাে উত্তল বা অবতল লেন্স তার ওপর আপতিত সমান্তরাল আলােকরশ্মিগুচ্ছকে কত পরিমাণে অভিসারী বা অপসারী রশ্মিগুচ্ছে পরিণত করে তাকেই লেন্সের ক্ষমতা বলে।
ক্ষমতা Ρ = -
1
f
লেন্সের ক্ষমতা এর একক হল ডায়ােপটার (dioptore)।
5. হ্রস্বদৃষ্টি ও দীর্ঘদৃষ্টি প্রতিকার কীভাবে করবে?
উত্তর : হ্রস্বদৃষ্টি প্রতিকারে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স ও দীর্ঘদৃষ্টি প্রতিকারে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্স ব্যবহার করা হয়।
6. শূন্যস্থানে আলাের বিচ্ছুরণ হয় না কেন?
উত্তর : শূন্যস্থানে আলাের সাতটি বর্ণই সমান বেগে চলে তাই শূন্যস্থানে সাদা আলাের বিচ্ছুরণ হয় না।
7. আলাের বিচ্ছুরণ কাকে বলে?
উত্তর : সাদা বা অন্য কোনাে যৌগিক আলাে প্রিজমের মতাে কোনাে স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের মধ্যে দিয়ে যাওয়ার সময় সাতটি বর্ণে ভেঙে যায়। এই ঘটনাকে আলােকের বিচ্ছুরণ বলা হয়।।
৪. শুদধ ও অশুদগ্ধ বর্ণালি কাকে বলে ?
উত্তর :: শুদধ বর্ণালি : যে বর্ণালিতে উপস্থিত বর্ণগুলিকে পৃথকভাবে দেখা যায় তাকে শুদ্ধ বর্ণালি বলে।
যেমন--গ্রেটিং বর্ণালি।
:অশুদ্ধ বর্ণালি : যে বর্ণালিতে উপস্থিত বর্ণগুলিকে পৃথকভাবে দেখা যায় না তাকে অশুদ্ধ বর্ণালি বলে। যেমন—রামধনু।
9. x-রশ্মির একটি ধর্ম ও একটি ব্যবহার লেখাে।
উত্তর : ধর্ম : X-রশ্মি হল এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ যা বিস্তারের জন্য মাধ্যম লাগে না। ব্যবহার : চিকিৎসা ক্ষেত্রে ও রােগ নির্ণয়ে এবং উচ্চতর গবেষণার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | আলো - দীর্ঘ প্রশ্নোত্তর : [ প্রতিটি প্রশ্নের মান-3]
1. আলাের বিক্ষেপণ কাকে বলে? আলাের তীব্রতা ও তরঙ্গদৈর্ঘ্যর সম্পর্ক কী?
উত্তর : আলাের তরঙ্গদৈর্ঘ্যর তুলনায় ছােটো ধুলিকণা বা গ্যাসের অণুর ওপর আলােকরশ্মি আপতিত হলে ওই কণী আলােকতরঙ্গ থেকে শক্তি শােষণ করে ওই শক্তিকে একই তরঙ্গদৈর্ঘ্যের আকারে চারিদিকে ছড়িয়ে দেয়। এই ঘটনাকে আলাের বিক্ষেপণ বলে।
আলাের তীব্রতা (I) তরঙ্গদৈর্ঘ্যের λ (চতুর্থ ঘাতের ব্যাস্তানুপাতী )
∴ I∝
1
λ4
2. উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু 2f দূরত্বে থাকলে কেমন প্রতিবিম্ব গঠিত হবে ?
উত্তর : LL, হল উত্তল লেন্স। যার 0 হল আলােককেন্দ্র F ফোকাস। PQ বস্তু প্রধান অক্ষের ওপর 2f দূরত্বে অবস্থিত।
বস্তুটির প্রতিবিম্ব ও লেন্স থেকে 2f দূরত্বে তৈরি হবে। এক্ষেত্রে প্রতিম্বি হবে স, অবশীর্ষ, আকারে বস্তুর সমান।
3. রৈখিক বিবর্তন কাকে বলে? উত্তল লেন্সের বস্তু কোথায় রাখলে রৈখিক বিবর্তন 1 হবে ?
উত্তর : কোনাে লেন্স দ্বারা সৃষ্ট প্রতিবিম্বের দৈর্ঘ্য বা উচ্চতা এবং বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতার অনুপাতকে প্রতিবিম্বের রৈখিক বিবর্তন (m) বলা হয়।
লেন্স থেকে 2f দূরত্বে বস্তুকে রাখতে হবে।
4. প্রিজম বর্ণসৃষ্টি করে না, কেবল বর্ণ বিশ্লেষণ ঘটায়--ব্যাখ্যা করো।
উত্তর : সাদা আলাে বা অন্য কোনাে যৌগিক আলাে সাতটি বর্ণের সমষ্টি শূন্যস্থান, বায়ু বা কাঁচের মধ্যে সাতটি বর্ণ সমান বেগে চলায় আলাের বিচ্ছুরণ ঘটে না। কিন্তু প্রিজমের মধ্যে সাতটি বর্ণের বেগ ভিন্ন হওয়ায় সাদা বা অন্য কোনাে যৌগিক আলাে প্রিজমের মধ্যে দিয়ে প্রতিসরণের সময় ভেঙে যায়। তাই বলা যায় প্রিজম বর্ণসৃষ্টি করে না, কেবলমাত্র বর্ণ বিশ্লেষণ ঘটায়।
5. প্রিজমের মধ্য দিয়ে আলাের প্রতিসরণের ক্ষেত্রে প্রমাণ কর যে, δ = i1 +i2 -A
উত্তর : বই দেখে পড়ো/ call me +91 8509624099
Friday, 3 July 2020
তাপ - অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, SAQ, Short, Descriptive Question and Answer) |
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | তাপ - বহু বিকল্পভিত্তিক প্রশ্নোত্তর [MCQ] : [প্রতিটি প্রশ্নের মান-1]
1. হ্রদে জলের উপরিতলের উয়তা 2°C হলে, তলদেশে উয়তা হবে--
[A] 4°C [B] 2°C [c] 3°C [D] 1°C
[A] 4°C
2. কোনটির ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়---
[A] পারদ [B] জল [C] লােহা [D] তামা
[B] জল
3. কোনটি ঠিক-
[A] α =
β
2
=
γ
3
[B] α =
γ
3
[C] β = 2α [D] All
[D] টেট্রাক্লোরাে ইথিলিন
4. কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি
[A] তামা [B] লােহা [C] সােনা [D] হিরে
[D] হিরে
5. তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা হল ।
[A] MLT-3θ-1 [B] MLTθ-2 [C] MLT-4θ-1 [D] None
[A] MLT-30-1
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | তাপ - শূন্যস্থান প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান-1]
1. তাপের সর্বাপেক্ষা সুপরিবাহী হল _______________ ।
উত্তর : রূপা।
2. ___________ এর পরীক্ষা থেকে প্রমাণিত হয় বিভিন্ন ধাতুর তাপ পরিবাহীতা বিভিন্ন।
উত্তর : ইনজেন হজ।
3. _______________ পদ্ধতিতে মাধ্যম ছাড়াই তাপ পরিবাহিত হতে পারে।
উত্তর : বিকিরণ।
4. SI তে তাপ পরিবাহীতাঙ্কের একক _______________।
উত্তর : Wm-1.K-1
5. বেত তাপের _______________
উত্তর : কুপরিবাহী।
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | তাপ - সত্য-মিথ্যা প্রশ্নোত্তর : [প্রতিটি প্রশ্নের মান 1]
1, কঠিনের তুলনায় গ্যসের প্রসারণ 100 গুণ হয়।
উত্তর : মিথ্যা।
2. গ্যাসের চাপ গুণাঙ্কের একক কেবল উয়তার এককের উপর নির্ভর করে।
উত্তর : সত্য।
3. তাপ প্রয়ােগে কঠিনের কেবল আয়তন প্রসারণ ঘটে।
উত্তর : মিথ্যা।
4. গ্যাসের চাপ গুণাঙ্কের একক কেবল উয়তার এককের উপর নির্ভর করে।
উত্তর : সত্য।
5. কঠিনের তাপীয় প্রসারণ তিন প্রকার হয়।
উত্তর : সত্য।
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | তাপ - ‘অ’ স্তম্ভের সঙ্গে ‘আ’ স্তম্ভ মেলাও : [ প্রতিটি প্রশ্নের মান-1]
'অ' স্তম্ভ ‘আ' স্তম্ভ
1. তরলের আপাতত আয়তন প্রসারণ গুণাঙ্কের তরলের (a) দুইপ্রকার
2. পরিবহণ ক্ষমতা উচ্চমানের (b) 100 গুণ
3. গ্যাসের তাপীয় প্রসারণ (c) নিজস্ব ধর্ম নয়
4. কঠিনের তুলনায় তরলের প্রসারণ সম উয়তা বৃদ্ধিতে। (d) ধাতু
উত্তর : 1⇒(c) 2⇒(d) 3⇒(a) 4⇒(b)
দশম শ্রেণী ভৌত বিজ্ঞান | তাপ - দীর্ঘ প্রশ্নোত্তর :[প্রতিটি প্রশ্নের মান-3]
1. দেখাও যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের ওপর নির্ভর করে, শুধুমাত্র তাপমাত্রার এককের ওপর নির্ভর করে।
উত্তর : দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞানুসারে,
α =
l2 - l2
l1(t2 - t2)
α =
দৈর্ঘ্যের একক
দৈর্ঘের একক × উষ্ণতার একক
∴ α =
1
উষ্ণতার একক
সুতরাং দেখা যাচ্ছে যে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক-এর একক কেবলমাত্র উয়তার এককের ওপর নির্ভরশীল।
2. চার্লসের সূত্র থেকে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করাে।
উত্তর : স্থির চাপে 0°C উয়তায় কোনাে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V0 হলে t°C উয়তায় আয়তন ---
Vt = V0(1 +
t
273
) ....(1)
আবার, আয়তন বৃদ্ধি = Vt - V0 এবং উষ্ণতা বৃদ্ধি = t°C
.:. আয়তন প্রসারণ গুণাঙ্ক, γp =
Vt - V0
V0t
বা, Vt - V0 = V0 - γpV0t
বা, Vt - V0 = V0( 1 - γpt ) .......(2)
(1) ও (2) তুলনা করে পাই --
1 - γpt = 1 +
t
273
বা, γp =
1
273
/°C
3. লােহার α = 12×10-6/°C বলতে কী বােঝাে ? এর γ এর মান কত ?
উত্তর : লােহার α = 12×10-6/°C বলতে বােঝায় যে , 1 cm দীর্ঘ লােহার দণ্ডের উয়তা 1°C বৃদ্ধি করলে দণ্ডটির দৈর্ঘ্য 12×10-6 cm বৃদ্ধি পাবে।
α =
γ
3
∴ γ = 3 ×α
= 3×12×10-6/°C = 36×10-6/°C
4. তাপপরিবাহিতাঙ্কের রাশিমালা প্রতিষ্ঠা করাে।
উত্তর : ধরি, d বেধ ও A ক্ষেত্রফলযুক্ত আয়তকার পাত নিলাম। এবং θ2 >θ1 ।
পরিবাহিত তাপ---
Q ∝ A.......(1)
Q ∝ (θ2 - θ1)......(2)
Q ∝
1
d
........(3) (t = সময়)
এবং Q ∝ t.......(4)
∴ Q ∝
A(θ2 - θ1)t
d
বা, Q =
KA(θ2 - θ1)t
d
[যেখানে K = ধ্রুবক = তাপপরিবাহিতাক]
বা, K =
Qd
A(θ2 - θ1)t
5. তামার তাপপরিবাহিতাঙ্ক 0.92 CGS একক বলতে কী বােঝাে?
উত্তর : তামার তাপপরিবাহিতাঙ্ক 0.92 CGS একক বলতে বােঝায় যে, 1 cm বেধ, 1cm2 ক্ষেত্রফলবিশিষ্ট একটি তামার খণ্ডের দুই বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য 1°C হলে একপৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে লম্বভাবে 1 সেকেন্ডে 0.92 ক্যালরি তাপ পরিবাহিত হবে।
Subscribe to:
Posts (Atom)